জাপোরিঝঝিয়া বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন শহরে রাশিয়ার গোলাবর্ষণ

জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিকটস্থ শহরগুলোতে রাশিয়া গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করে কিয়েভ। ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকা থেকে ডিনিপার নদীর ওপারের অঞ্চলে হামলা চালায় মস্কো। এসব হামলায় রকেট ও আর্টিলারি ব্যবহার করেছে রুশ বাহিনী।
রবিবার (২৮ আগস্ট) ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি।
ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো বলেছেন, রাতে ভারী গোলাবর্ষণের ফলে নিকোপোলের কিছু অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
জেলার প্রশাসনিক প্রধান ইয়েভেন ইয়েভতুশেঙ্কো জানিয়েছেন, রকেট হামলায় মারহানেটে প্রায় ডজনখানেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুদ্ধ শুরুর পরপরই জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রাতে সংলগ্ন এলাকায় বিস্ফোরণের ফলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছিল।
ডনেস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেছেন, ক্রামতোর্স্ক এবং স্লোভিয়ানস্কের বড় ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরগুলোতে গোলাবর্ষণ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের নির্মিত হিমার্সের গোলাবারুদ ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এমন দাবি করা হয়েছে। মস্কো বলছে, ইউক্রেনের ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে তারা বিশাল আকারের একটি গোলাবারুদের গুদাম ধ্বংস করে দিয়েছে। গুদামটিতে যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেট সিস্টেম এবং এম৭৭৭ হাউইটজারের শেল ছিল।
টিটি/
