অলিম্পিক বয়কট তেমন কোনো গুরুত্ব বহন করে না: ইমানুয়েল মাখোঁ
বেইজিং এ ২০২২ সলে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিক বয়কটের কোন সিন্ধান্ত ফান্সের নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। এধরণের পদক্ষেপ তেমন কোন গুরুত্ব বহন করে না বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে,চীনের মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড বিবেচনা করে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়া শীতকালীন অলিম্পিকে তাদের প্রতিনিধি পাঠাচ্ছে না।
চীনের বিরুদ্ধে ইউঘুর মুসলিম ও অন্যান ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিরুদ্ধে নির্যাতন নিপীড়নের অভিযোগ রয়েছে। এছাড়া হংকং এর রাজনৈতিক স্বাধীনতায় চীনের হস্তাক্ষেপ এবং অতিসম্প্রতি চীনের এক টেনিস খেলোয়াড় দেশটির শীর্ষ এক কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর থেকে তাকে গত কয়েক সপ্তাহ আর জনসম্মুখে দেখা যাচ্ছে না। চীনের অভ্যন্তরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর প্রেক্ষিতে বিশ্বের অনেক দেশই শীতকালীন অলিম্পিকে যোগ দেয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে. শীতকালীন অলিম্পিকে যোগ না দেয়ার ঘোষণা দেওয়া দেশগুলোকে উদ্দেশ্য করে চীন জানিয়েছে, ভুলের জন্য তাদেরকে মাশুল গুনতে হবে।
অন্যদিকে, শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিক আন্তোনিও গুতেরেস। চীন তাকে আমন্ত্রন পত্র পাঠিয়েছে এবং তিনি সেটা গ্রহণও করেছেন বলে জানিয়েছেন।
কেএফ/