সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

প্রায় ৪ লাখ ২২ হাজার মানুষ ইউক্রেন ছেড়েছে: জাতিসংঘ

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর হিসাব দিয়েছে এখন পর্যন্ত চার লাখ ২২ হাজার মানুষ ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে।

মুখপাত্র বলেছেন, ইউএনএইচসিআর "ইউক্রেন থেকে পালিয়ে আসা এই লোকদের শরণার্থী হিসাবে বিবেচনা করে"।

ইউক্রেন-স্লোভাকিয়া সীমান্তের উযোরোড ক্রসিংয়ে ইউক্রেন থেকে পালানো লোকজনের ভিড়

ছবি:ইউক্রেন-স্লোভাকিয়া সীমান্তের উযোরোড ক্রসিংয়ে ইউক্রেন থেকে পালানো লোকজনের ভিড়

এদিকে, এ পর্যন্ত পোল্যান্ডে আশ্রয় নিয়েছে কমপক্ষে দুই লাখ মানুষ৷ রাশিয়ার সৈন্য ফিরে না গেলে ইউক্রেন থেকে পালানো মানুষের সংখ্যা ৫০ লাখও ছাড়াতে পারে৷ তাদের গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে ইইউ৷ তরে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীদের এক বিশেষ সভায় আলোচনা হয়েছে কতজনকে নেয়া সম্ভব? ইউক্রেনে অবস্থানরত আফ্রিকান শিক্ষার্থীদেরও একইভাবে গ্রহণ করা হবে তো?

সেখানে ইউক্রেন থেকে আসা শরণার্থীর সম্ভাব্য সংখ্যা প্রসঙ্গে ইইউর স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার ইলভা ইয়োগানসন বলেন, ‘‘কতজন আসবে তা আমি জানি না৷ আমার মনে হয় কয়েক মিলিয়ন মানুষের প্রস্তুতি নিতে হবে আমাদের৷''

জাতিসংঘ এবং শরণার্থী বিষয়ক বিভিন্ন সংগঠনের অনুমান, ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেয়া মানুষের সংখ্যা ভবিষ্যতে ৪০ থেকে ৭০ লাখও হতে পারে৷ রাশিয়ার হামলা শুরুর প্রথম চারদিনে শুধু পোল্যান্ডেই এ পর্যন্ত আশ্রয় নিয়েছে প্রায় দুই লাখ মানুষ৷ রাশিয়া হামলা বন্ধ করে সৈন্য ফিরিয়ে নিলে এই দুই লাখসহ স্লোভাকিয়া ও অন্যান্য প্রতিবেশী দেশে আশ্রয় নেয়া সব ইউক্রেনীয়ই হয়ত নিজেদের দেশে ফিরে যাবে৷ কিন্তু ইইউ-র আশঙ্কা, রাশিয়া হামলা যতদিন চালিয়ে যাবে, ততই ভয়াবহ হবে সংঘাত আর তার পরিণামে তত বেশি মানুষ ইউক্রেন ছাড়বে৷

সামনে ‘শরণার্থীগ্রীষ্মের' চেয়েও খারাপ সময়?

২০১৫ সালে সিরিয়ার যুদ্ধ থেকে বাঁচতে ১০ লাখেরও বেশি মানুষ জার্মানিসহ মধ্য ইউরোপের দেশগুলোতে আশ্রয় নেয়৷ ‘শরণার্থী গ্রীষ্ম' হিসেবে পরিচিতি পাওয়া ওই সময়ে শরণার্থীদের জন্য সীমান্ত পুরোপুরি খুলে দিয়েছিল জার্মানির ম্যার্কেল সরকার৷ অন্যান্য দেশও প্রাথমিকভাবে শরণার্থী গ্রহণে উৎসাহ দেখিয়েছে৷ কিন্তু পরে ধীরে ধীরে বদলে যায় পরিস্থিতি৷ পোল্যান্ড, হাঙ্গেরি, অস্ট্রিয়ার মতো দেশগুলো এক পর্যায়ে অভিবাসনপ্রত্যাশীদের গ্রহণে পুরোপুরি অস্বীকৃতি জানায়৷

রাশিয়ার সৈন্য খুব তাড়াতাড়ি ফিরে না গেলে ২০১৫ সালের চেয়ে অনেক বেশি শরণার্থী আসতে পারে ইউরোপের বিভিন্ন দেশে৷ তবে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার মনে করেন, ২০১৫ আর ২০২২-এর চলমান সময়ের মধ্যে বিস্তর পার্থক্য, তাই ইইউ দেশগুলোর মধ্যে আগের মতো অনৈক্য দেখা না দেয়ার সম্ভাবনাই বেশি৷ তার মতে, ‘‘এবার তো ইউরোপেই যুদ্ধ বেঁধেছে৷ সুতরাং ইউরোপীয় দেশগুলো বিষয়টিকে ভিন্নভাবে দেখবে৷''

আফ্রিকান এবং অন্যদের কী হবে?

রাশিয়ার হামলা শুরুর পরই ইউক্রেন ছাড়তে শুরু করে অসংখ্য মানুষ৷ সব বিদেশির জন্য ইউক্রেন ত্যাগের সুযোগ অবারিত থাকলেও, ইউক্রেনের ১৮ থেকে ৬০ বছর বয়সি পুরুষদের জন্য যুদ্ধে অংশগ্রহণ বাধ্যতামূলক করে জেলেনস্কি সরকার৷ ফলে এখন যে ইউক্রেনীয়রা দেশ ছাড়ছেন, তাদের সবাই নারী, শিশু এবং বৃদ্ধ৷ পোল্যান্ডের সীমান্তরক্ষীরা স্বতঃস্ফূর্তভাবেই গ্রহণ করেছে তাদের৷ অথচ কয়েক সপ্তাহ আগে ইরাক ও আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের কঠোরভাবে বাধা দিয়েছিল তারা৷

এদিকে সাউথ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা টুইট করে জানান, ইউক্রেনে পড়তে যাওয়া আফ্রিকান শিক্ষার্থীদের পোল্যান্ডে প্রবেশ করতে দেয়া হয়নি৷ বিষয়টি সুরাহা করার চেষ্টা চলছে৷

ইলভা ইয়োহানসন মনে করেন, ইউক্রেনে বসবাসরত বিদেশিদেরও প্রতিবেশী দেশগুলোতে প্রবেশ করতে দেয়া উচিত৷ ইউরোপীয় ইউনিয়ন এ বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবে বলেও জানিয়েছেন তিনি৷

 

সূত্র: বিবিসি ও ডয়চে ভেলে

Header Ad

পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড জয় ভারতের

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারির ব্যাট ফাঁকি দিয়ে বল স্টাম্পে আঘাত হানার সাথে সাথেই ভোঁ দৌড় দিলেন ভারতীয় তরুণ পেসার হার্ষিত রানা। ততক্ষণে যে অপেক্ষা ফুরিয়েছে ভারতেরও। ৫৩৪ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থেমে গেছে ২৩৮ রানে। তাতে করে ২৯৫ রানের ঐতিহাসিক এক জয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

এদিকে অসিদের বিপক্ষে পার্থ টেস্ট জয়ে ৪৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ভারতের সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের কীর্তি এটাই। এর আগে ১৯৭৮ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত ২২২ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে।

জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ছিল ৫৩৪ রান। পাহাড়সম এ রানের পেছনে ছুটতে গিয়ে রোববারই তারা ৪.২ ওভারে ১২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে। সোমবার নবম ওভারেই অসিরা হারায় উসমান খাজাকে। এরপর ট্রাভিড হেডের সঙ্গে পঞ্চম উইকেটে ৬২ রান যোগ করেন স্মিথ। ৬০ বলে ১৭ রান সিরাজের বলে ফেরেন স্মিথ। ৫ উইকেটে ১০৪ রান নিয়ে লাঞ্চে যায় অস্ট্রেলিয়া।

লাঞ্চ বিরতির পর আক্রমণাত্মক খেলতে থাকেন হেড ও মার্শ। তবে দ্রুতই দুজনকে ফেরায় ভারত। ১০১ বলে ৮৯ রান করা হেডকে পন্টের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন বুমরাহ। আর ৬৭ বলে ৪৭ রান করা মিচেল মার্শকে বোল্ড করেছেন নীতিশ রেড্ডি। এরপরই জয়ের ক্ষণ গণনা শুরু করে ভারত। স্টার্ক-লায়নকে ফেরালেন ওয়াশিংটন সুন্দর। ৯ উইকেট হারানোর পরও অস্ট্রেলিয়ার হাল ধরেছিলেন অ্যালেক্স ক্যারি। হ্যাজলউডকে নিয়ে এক প্রান্ত আগলে রেখে খেলছিলেন। ইনিংসের ৫৯তম ওভারের ৪র্থ বলে ক্যারিকে বোল্ড করে ফেরান রানা। এতে ২৯৫ রানের বড় ব্যবধানে জিতে বোর্ডার -গাভাস্কার ট্রফিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

পার্থ টেস্টে ভারতের জয়ের নায়ক অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। এ পেসার প্রথম ইনিংসে নেন ৩০ রানে ৫ উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে ৪২ রানে পকেটে নেন ৩টি উইকেট। সব মিলিয়ে ৭২ রানে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এ ডানহাতি পেসার।

Header Ad

বদলগাছীতে বাসের ধাক্কায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২

ঘাতক বাসটিকে আটকে রেখেছেন বিক্ষুব্ধ জনতা। ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর বদলগাছী উপজেলার বদলগাছী- মাতাজিহাট সড়কে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন। সোমবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত ওই নারী সদর ইউনিয়নের ভাতসাইল গ্রামের যতিনের (হিটলার) স্ত্রী সন্জিতা রানী (১৮)। দুর্ঘটনায় আহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের চাকরাইল গ্রামের আলতাব হোসেন (৬৫) এবং ভাতসাইল গ্রামের চরমন বালা (৫০) আহত এবং নিহত সবাই ভ্যানের যাত্রী বলে জানিয়েছেন উদ্ধারকারী ফায়ার সার্ভিস কর্মীরা।

জানা যায়, নজিপুর থেকে বদলগাছী হয়ে নওগাঁ যাচ্ছিল (চট্টমেট্টো ব ৫৭৩৪) বাসটি। অন্যদিকে ভ্যানটি বদলগাছী থেকে যাত্রী নিয়ে ভাতসাইল গ্রামে যাচ্ছিল। আপেল শো-রুমের সামনে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে।

উদ্ধারকাজে অংশ নেওয়া বদলগাছী ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রেজাউল করিম বলেন, বাস এবং ভ্যানের মুখোমুখি সংঘর্ষের খবর দুপুর ১২:০০ টার দিকে পাই। ঘটনাস্থলে গিয়ে আমরা আহত ভ্যানের চালকসহ ১ জনকে মৃত এবং আরো ১ জন কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি। ভ্যান চালক এবং ১ জন যাত্রী কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দুর্ঘটনার কারণ জানতে চাইলে রেজাউল করিম বলেন, যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে।সে জায়গায় রাস্তাটি খাড়াখন্দে ভরা। ভ্যানটি বদলগাছী চারমাথা থেকে যাত্রী নিয়ে ভাতসাইল গ্রামের দিকে যাচ্ছিল। অপরদিকে বাসটি নজিপুর থেকে বদলগাছী হয়ে নওগাঁ যাওয়ার পথে আপেল মোটরসাইকেল শো-রুমের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

স্থানীয়রা জানান, যেখানে দুর্ঘটনা হয়েছে। সেখানে রাস্তাটি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা তৈরি হয়েছিল। ইট দেওয়ার ফলে রাস্তাটি উঁচু নিচু হয়ে আছে সেখানে। সড়ক জনপদ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের নজরদারি আর ধীরগতিতে রাস্তায় কাজ হওয়ায় এমন দুর্ঘটনা প্রায় ঘটছে বলে জানান তারা।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহজাহান আলী বলেন, এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতের ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Header Ad

মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার

ডিএমপির নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

রাজধানীর কোনো থানায় মামলা না নিলে সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এক মিনিটেই বরখাস্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে বৈঠকে তিনি এ হুঁশিয়রি দেন।

বৈঠকে একজন রিকশাচালক দাবি করে বলেন, তাকে কামরাঙ্গীরচর এলাকায় রোববার ও এর আগে একদিন মারধর করা হয়। এমন অভিযোগের প্রেক্ষিতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে বরখাস্ত করা হবে।

চাঁদাবাজির বিষয়ে ডিএমপি কমিশনার বলন, রিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরীবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে তার আর রক্ষা নেই। গরীবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা।

চাঁদাবাজি বন্ধে কমিটি করার কথা জানিয়ে তিনি বলেন, রিকশাচালকরা থানার ওসিকে নিয়ে কমিটি করেন। কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে।

এর আগে বেলা ১১টার দিকে দুটি রিকশাচালকদের সংগঠন ডিএমপি সদর দপ্তরে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে রিকশাচালকরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। তারা দাবি করেন, পেটের দায়ে অটোরিকশা মূল সড়কে উঠতে হয়। কিছু এলাকার গলিতেও ঢুকতে দেওয় না। এজন্য বাধ্য হয়ে আমরা মূল সড়কে উঠে পড়তে হয়। আমাদের সহযোগিতা করলে উপকৃত থাকতাম।

Header Ad

সর্বশেষ সংবাদ

পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড জয় ভারতের
বদলগাছীতে বাসের ধাক্কায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২
মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার
মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় যুবকের যাবজ্জীবন
বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ
শাকিব খানের সঙ্গে আইটেম গানে নুসরাত
রাজধানীর মোল্লা কলেজে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীদের দখলে সড়ক
ওয়ানডে সিরিজেও অনিশ্চিত মুশফিক
জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল
বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা
বুবলীকে টয়লেট দিবসের শুভেচ্ছা অপুর
কেজি দরে বিক্রি হওয়া ভাস্কর্যটি মুক্তিযোদ্ধার নয়, আওয়ামী লীগের অপপ্রচার
ফলোঅন এড়িয়ে ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ
অটোরিকশা চলাচলে আপিল করবে সরকার
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি
ভারতে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের
ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা
আওয়ামী লীগের ২ সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন
পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার