অগ্ন্যুৎপাতে সেমেরুর মৃত্যু বেড়ে ৩৪

ছবি : সংগৃহীত
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। তারা আরও জানিয়েছে, অগ্ন্যুৎপাতে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা দেওয়া হচ্ছে।
স্থানীয় সময় শনিবার (৪ ডিসেম্বর) দুপুরের দিকে হঠাৎ করে অগ্ন্যুৎপাত শুরু হয়। অগ্ন্যুৎপাতের ছাই ১১টি গ্রামে ছড়িয়ে পড়েছে।
গত ৫০ বছর ধরে এই আগ্নেয়গিরি থেকে প্রায়ই অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় ৩ হাজার ৭০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আগ্নেয়গিরির ছাইয়ে গ্রামগুলোর ঘরবাড়ি প্রায় ঢেকে যায়। এ কারণে হাজারো আতঙ্কিত মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে থাকে।
আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে জনসাধারণের চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ।
ইন্দোনেশিয়ার মোট ১৩০টি জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে। তার একটি হলো মাউন্ট সেমেরু।
টিটি/
