বুধবার, ১৯ মার্চ ২০২৫ | ৫ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

‘কেবল শুরু’ বলে ভয়ংকর হত্যাযজ্ঞের সতর্কবার্তা দিলেন নেতানিয়াহু  

ছবিঃ ঢাকাপ্রকাশ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরাইল ‘পূর্ণশক্তিতে আবার যুদ্ধ শুরু করেছে।’

মঙ্গলবার (১৮ মার্চ) রাতভর চালানো ইসরাইলের দফায় দফায় বিমান হামলায় এ পর্যন্ত ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত অসংখ্য।

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, শুধুমাত্র আক্রমণের মুখেই আলোচনা চলবে এবং ‘এটি কেবল শুরু’।

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, মঙ্গলবার রাতভর ইসরাইলের তীব্র বিমান হামলায় ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং শত শত আহত হয়েছেন।

এদিকে ইসরাইল জানায়, যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা নিয়ে সমঝোতা না হওয়ায় ইসরাইলি সেনাবাহিনী ‘বিস্তৃত’ হামলা শুরু করেছে।

১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এটিই ইসরাইলের সবচেয়ে বড় হামলা।

মঙ্গলবার বেইত লাহিয়া, রাফাহ, নুসাইরাত এবং আল-মাওয়াসিতে ইসরাইল বিমান হামলা চালায়। যেখানে শত শত মানুষ নিহত হন। যাদের মধ্যে অনেক নারী ও শিশুও রয়েছে।

এছাড়া মঙ্গলবারের বিমান হামলায় হামাসের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা নিহত হন। যাদের মধ্যে গাজার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল মাহমুদ আবু ওয়াতফা এবং হামাসের সর্বোচ্চ পদস্থ নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন।

এদিকে নেতানিয়াহু তার ভাষণে বলেন, গাজায় এখনও আটক থাকা ইসরাইলি জিম্মিদের মুক্তি দেয়ার জন্য ইসরাইল হামাসের সাথে আলোচনার চেষ্টা করেছে। তিনি হামাসকে প্রতিবারই প্রস্তাব প্রত্যাখ্যান করার অভিযোগ করেন।

মার্চের গোড়ার দিকে প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে এই চুক্তি কীভাবে এগিয়ে নেয়া যায় তা নিয়ে ইসরাইল এবং হামাসের মধ্যে মতবিরোধ রয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে।

মঙ্গলবার সন্ধ্যায় নেতানিয়াহু বলেন, ‘ইসরাইল তার সমস্ত যুদ্ধ লক্ষ্য অর্জনের জন্য লড়াই চালিয়ে যাবে - ‘জিম্মিদের ফিরিয়ে আনা, হামাসকে নিষ্ক্রিয় করা এবং নিশ্চিত করা যে হামাস ইসরাইলের জন্য হুমকি নয়।’

এদিকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে পরামর্শ করেই ইসরাইল হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।a

Header Ad
Header Ad

ভারতে সাজাভোগ শেষে ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু দেশে ফিরলেন বেনাপোল দিয়ে

ছবি : ঢাকাপ্রকাশ

ভারতে ভালো কাজের প্রলোভনে পড়ে পাচারের শিকার ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল বন্দরে ফিরে এসেছেন।

আজ বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া এই বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। ফেরত আসাদের মধ্যে নারী, পুরুষ এবং শিশুরাও রয়েছেন, যাদের বয়স ১ থেকে ২০ বছর পর্যন্ত।

ফেরত আসাদের মধ্যে সাহিদা খাতুন (০৯), সুবর্ণা রায় (০৮), মিরাজ হোসাইন রিমন (১৭), মো. আবু জুবাইদা সান (১৮), স্নিগ্ধা বিশ্বাস (১৫), ইয়াসির আরাফ (০৭), ইন্দ্রজিৎ মন্ডল (১৪), প্রান্ত মন্ডল (১৬), আপন বিশ্বাস (১৮), মিহির জোয়দার (১৮), খাইরুল ইসলাম (১৯), সৈকত আলম (১৯), আবিদ আহমেদ (০১), শিলা আক্তার (২০), টপা খানম (১৬), আজমিরা আক্তার খাতুন (০৯), টুম্পা মন্ডল (১১), সুমাইয়া আক্তার (১৫), দিঘি বিশ্বাস (১০), সোনিয়া আক্তার (১৭) এবং সুমাইয়া আক্তার (১৭) রয়েছেন। এরা বিভিন্ন জেলার বাসিন্দা।

জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, এই নারী-পুরুষ এবং শিশুরা ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে ভারত গিয়েছিলেন এবং পরে ভারতে অনুপ্রবেশের কারণে আটক হন। এরপর আইনি সহায়তার মাধ্যমে তারা মুক্তি পেয়ে দেশে ফিরেছেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইব্রাহিম আহম্মেদ জানান, এই ২১ বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর তাদের গ্রহণ করে পরিবারগুলোর কাছে হস্তান্তর করবে।

Header Ad
Header Ad

আসছে ‘অ্যালেন স্বপন ২’, নতুন ‘বৈয়াম পাখি’ হবেন জেফার!

নাসির উদ্দিন খান ও জেফার। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলিউড সিনেমা ঘরানার চরিত্র অ্যালেন স্বপন প্রথমবার দর্শকদের সামনে আসে ২০২২ সালে ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজে, যেখানে নাসির উদ্দিন খানের দারুণ অভিনয় এবং তার চমৎকার সংলাপের জন্য সাড়া ফেলেছিল। এরপর, ২০২৩ সালে মুক্তি পায় সিরিজটির প্রথম সিজন ‘মাইশেলফ অ্যালেন স্বপন’, যেখানে রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন।

এবার, দর্শকদের জন্য আবারো ফিরছে জনপ্রিয় এই চরিত্র অ্যালেন স্বপন। নির্মাতা শিহাব শাহীন নিয়ে আসছেন ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’, এবং আবারও অ্যালেন স্বপন চরিত্রে দেখা যাবে নাসির উদ্দিন খানকে। এই সিরিজের গানে আসছে নতুন চমক!

‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’–এর পোস্টার। ছবি: সংগৃহীত

নতুন গান ‘বৈয়াম পাখি ২.০’ প্রকাশ পেতেই একটি বড় আলোচনা উঠে এসেছে। জানা গেছে, এই গানে কণ্ঠ দিয়েছেন আলোচিত গায়িকা জেফার রহমান। তবে, জেফার নিজেই জানিয়েছেন, তিনি নতুন বৈয়াম পাখি চরিত্রে অভিনয় করছেন না। সিরিজে তার চরিত্র কী হবে, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে আসন্ন ঈদুল ফিতরের পর, যখন সিরিজটি দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে।

গানটির ২.০ ভার্সনে প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ দিয়েছেন নাসির উদ্দিন খান এবং জেফার রহমান। ২০২৩ সালের ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের ‘বৈয়াম পাখি’ গানের নতুন ভার্সন এটি, যেখানে প্রথম গানে কণ্ঠ দিয়েছিলেন নাসির উদ্দিন খান। গানটি লিখেছেন খৈয়াম শানু সন্ধি, ম্যাক্স রহমান এবং শেখ কোরাশানী, এবং সুরও করেছেন খৈয়াম শানু সন্ধি।

জেফার। ছবি: সংগৃহীত

জেফার গানটি সম্পর্কে বলেন, “এটি একটি গ্যাংস্টারের কণ্ঠের গান, যেখানে বেপরোয়া ভাব ফুটে উঠেছিল। এবার একজন নারী চরিত্র এসে তাকে চ্যালেঞ্জ করছে, এবং এটি আমার কাছে বেশ আকর্ষণীয় ছিল।” ভিডিওটি স্টপ মোশন অ্যানিমেশন এবং টু-ডি, থ্রি-ডি অ্যানিমেশনের মাধ্যমে তৈরি করা হয়েছে, যা গানের সঙ্গে দর্শকদের আরও বেশি আনন্দ দেবে বলে মনে করেন তিনি।

এদিকে, জেফার তার অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে অভিনয়ের প্রস্তাব পেয়ে আমি একদম ভাবিনি। ইন্টারেস্টিং চরিত্র পেলে আমি অভিনয়ে আগ্রহী।” এর আগেও তিনি চরকির ‘মনোগামী’ ফিল্মে অভিনয় করেছেন, তবে এটি তার প্রথম চরকির অরিজিনাল সিরিজে অভিনয়।

দর্শকরা এখন অপেক্ষা করছেন, জেফার আসলে কী চরিত্রে হাজির হবেন এবং নতুন ‘বৈয়াম পাখি ২.০’ গানটি সিরিজের পরিপূরক হিসেবে কেমন প্রভাব ফেলবে।

Header Ad
Header Ad

হাসিনা পালিয়ে যাওয়ার পর রাসেলস ভাইপারও চলে গেছে: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বুধবার (১৯ মার্চ) রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে ‘বাংলাদেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণ: এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক আলোচনা সভায় মন্তব্য করেন।

তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যাওয়ার পর রাসেলস ভাইপার সাপটিও চলে গেছে। বশিরউদ্দীন বলেন, "এটা আমাদের দেশে অনেকবার আলোচিত বিষয়, সেটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতি। শেখ হাসিনা যাওয়ার পর রাসেলস ভাইপার সাপটাও চলে গেছে, আমি জানি না কেন এভাবে ঘটেছে।"

তিনি আরও বলেন, "উপদেষ্টা পরিষদ পয়সা বা টাকার জন্য আসেনি, তারা কাজের স্বচ্ছ সম্পর্ক নিয়ে একে অপরের কাছ থেকে শিখছে। আমরা একসঙ্গে কাজ করছি, এটা দুর্নীতি কমার লক্ষণ।"

এছাড়া, বশিরউদ্দীন জানান, ইন্ডাস্ট্রিয়াল স্কেলে দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা চুরি হয়ে চলে গেছে, তবে বর্তমানে এই পরিমাণ টাকা চুরি হচ্ছে না। তিনি বললেন, "এখনও দুর্নীতি পুরোপুরি শেষ হয়নি, তবে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি যার মাধ্যমে দুর্নীতি কমেছে এবং সামনে আরও কমবে।"

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভারতে সাজাভোগ শেষে ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু দেশে ফিরলেন বেনাপোল দিয়ে
আসছে ‘অ্যালেন স্বপন ২’, নতুন ‘বৈয়াম পাখি’ হবেন জেফার!
হাসিনা পালিয়ে যাওয়ার পর রাসেলস ভাইপারও চলে গেছে: বাণিজ্য উপদেষ্টা
রাজশাহীতে বিএনপির কেন্দ্রীয় তিন নেতাকে সতর্কবার্তা
যা রিমান্ড দেয় দিক, কিছু বলবি না: আইনজীবীকে দীপু মনি (ভিডিও)
আন্দোলনে শহীদ জসিমের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
সিপিজিসিবিএলে চাকরির সুযোগ, বেতন এক লাখ ৭৫ হাজার
আগামী বাজেটে সিগারেটে কর বাড়বে না: এনবিআর চেয়ারম্যান
ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হাইকোর্টে স্থগিত
সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা ঘোষণা
জিন আতঙ্কে ৫০ পোশাক শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা
ঘুষ ছাড়া ফাইল ধরেন না নওগাঁ গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারী!
যুক্তরাষ্ট্রে আবদুস সোবহান গোলাপের ৯ বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক
৩৭ লাখ টাকাসহ আটক গাইবান্ধার সেই প্রকৌশলীকে বরখাস্ত
মহাকাশে আটকে পড়া ৯ মাসে কী খেতেন সুনিতারা!
‘চন্দ্রিমা উদ্যান’ নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়া উদ্যান’ ঘোষণা
মাদরাসায় বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: শিক্ষা উপদেষ্টা
স্থানীয় সরকার থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়নি : আসিফ মাহমুদ
হামজাকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করেন স্ত্রী অলিভিয়া (ভিডিও)
এসএসসির নতুন রুটিন প্রকাশ, পেছাল গণিত পরীক্ষা