করোনার নতুন ধরন আরও আসতে পারে: ডাব্লিউএইচও
অমিক্রনেই শেষ নয়, আরও ভেরিয়েন্ট (অর্থাৎ ভ্যারিয়েন্ট অব কনসার্ন) তৈরি হতে পারে। এমনইটাই বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।
নতুন ধরন ডাব্লিউএইচও করোনা বিশেষজ্ঞ মারিয়া ভন কেরকোভ বলেন, 'আমরা করোনার আরও ভয়ানক ধরনের মুখোমুখি পারি, সেই আশঙ্কা পুরোপুরি রয়েছে। ভাইরাসটির বিষয়ে অনেক কিছুই আমরা জানতে পেরেছি। কিন্তু পুরোটা এখনও জানা নেই।'
প্রসঙ্গত, করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪০ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ৪৭৩ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৮৪ হাজার ৮০০ জনে। আর সুস্থ হয়েছেন ৩২ কোটি ৩১ লাখ ২৫ হাজার ৩৪৫ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৩৯৩ জন। মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৩৫ হাজার ৯২২ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৪ লাখ ৭৬ হাজার ১২২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬ হাজার ৫৪৯ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৫৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৫ হাজার ১৮৯ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ১০ লাখ ৩৯ হাজার ৬৩৯ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৩ হাজার ৬১৪ জন।
পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন এক কোটি ৮০ লাখ ১১৯ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৮ হাজার ৯৫৩ জন।
আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, জার্মানি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৪০তম।
কেএফ/