বাংলাদেশে সীমান্তে ‘অপস অ্যালার্ট’ জারি করলো ভারত, মহড়া চালাচ্ছে বিএসএফ
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ ও ভারত সীমান্তে যেনও আতঙ্ক কাটছেই না। গত কয়েকদিন ধরে সীমান্তে বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণ ঘিরে সংঘাতে জড়িয়ে পড়ে দু‘দেশের সাধারণ মানুষ। চাঁপাইনবাবগঞ্জের চৌকা এবং ভারতের সুখদেবপুর সীমান্তে সংঘাতের মধ্যে দিয়ে সীমান্তে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে? তার মধ্যে সীমান্তে অত্যন্ত সতর্ক হিসেবে নয় দিনের ‘অপস অ্যালার্ট’ জারি করেছে বিএসএফ।
দেশটির আসন্ন প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আগামী ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত নয়দিন বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ জারি করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পূর্বাঞ্চলে কমান্ডের এডিজি রবি গান্ধী বিজ্ঞপ্তি জারি করে সবকটি সীমান্তের দায়িত্বে থাকা বর্ডার আউটপোস্টগুলোকে সতর্ক করেছেন।
নির্দেশনায় বলা হয়েছে, সীমান্তে বারবার মহড়া চালাতে হবে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিদ্র করতে হবে। প্রয়োজনে অতিরিক্ত সেনা মোতায়েন করে নজরদারি বাড়াতে হবে।
নির্দেশনা আরও বলা হয়েছে, যেসব অংশ কাটাতার নেই আগামী সাতদিন; ওই এলাকাগুলোকে পাখির চোখ করে বেশি সতর্ক থাকতে হবে।
গত ৬ জানুয়ারি কুঁড়িগ্রাম ও নওগাঁ সীমান্তের ওপারেও কাঁটাতারে বেড়া তৈরির চেষ্টা করে বিএসএফ। মোট পাঁচটি পয়েন্টে কাঁটাতারের বেড়া নির্মাণের অভিযোগ বাংলাদেশের। বাংলাদেশের প্রতিবাদের মুখে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করে দেয় বিএসএফ।
বাংলাদেশ ও ভারতের মধ্যে চার হাজার ১৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে তিন হাজার ২৭১ কিলোমিটার এলাকায় ভারতীয় কর্তৃপক্ষ কাঁটাতারের বেড়া স্থাপন করেছে এবং ৮৮৫ কিলোমিটার এলাকায় তা নির্মাণ করা হয়নি।