আইএস নেতা গাফারিকে ধরিয়ে দিতে আমেরিকার পুরস্কার ঘোষণা
আফগানিস্তানে তৎপর আইএস নেতা সানাউল্লাহ গাফারিকে ধরিয়ে দিতে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন সরকার। গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তর গাফারিকে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। তার অবস্থান সম্পর্কিত কোনো তথ্য দিতে পারলে তাকে এই অর্থ পুরস্কার দেওয়া হবে।
আফগানিস্তান থেকে গত আগস্ট মাসে মার্কিন সেনা প্রত্যাহারের সময় রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সেনাদের ওপর বোমা হামলা হয়। ওই হামলার জন্য সানাউল্লাহ গাফারি ব্যক্তিগতভাবে দায় স্বীকার করেন। আগস্ট মাসের ওই হামলায় ১৭০ জন আফগান বেসামরিক নাগরিক ও ১৩ জন মার্কিন সেনা নিহত হয়।
২০২০ সালের জুন মাসে আফগানিস্তানের খোরাসান প্রদেশের আইএস প্রধান হিসেবে নিযুক্ত হন গাফারি। আফগানিস্তানের সমস্ত সন্ত্রাসবাদী হামলার জন্য এই গোষ্ঠীকে দায়ী করা হয়। এছাড়া, দায়েশের জন্য তহবিল সংগ্রহের যে তৎপরতা রয়েছে তার সঙ্গে গাফারির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
কেএফ/