যুক্তরাষ্ট্রকে নতুন স্বর্ণযুগে নেওয়ার অঙ্গীকার ট্রাম্পের
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ পর্যায়ের প্রচারণায় দোদুল্যমান বা সুইং স্টেটগুলোতে ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছেন দুই প্রধান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমালা হ্যারিস। সাম্প্রতিক জরিপগুলো তাদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে, যেখানে উভয় প্রার্থী ভোটারদের মন জয় করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।
বিবিসির উত্তর আমেরিকার সংবাদদাতা জন সুদওয়ার্থ জর্জিয়া থেকে জানিয়েছেন, শেষ মুহূর্তের প্রচারেও ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী বার্তায় অভিবাসনবিরোধী মতবাদকে প্রাধান্য দিচ্ছেন। অপরদিকে, ওয়াশিংটন ডিসি থেকে বিবিসির কোর্টনি সুব্রামানিয়ান লিখেছেন, কমালা হ্যারিসের প্রচার দল তাদের সম্ভাব্য জয়ের ব্যাপারে সতর্ক আশাবাদ প্রকাশ করেছে এবং দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ভোটারদের আকর্ষণ করতে সক্রিয়ভাবে কাজ করছে।
ট্রাম্প তার পেনসিলভানিয়া সমাবেশে বক্তব্য রাখার সময় ডেমোক্রেটিক পার্টিকে ‘দুর্নীতিগ্রস্ত মেশিন’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, তিনি নির্বাচিত হলে গোটা সিস্টেমে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবেন। তার প্রতিশ্রুতি, “আমি অনুপ্রবেশ বন্ধ করব। জো বাইডেন ও কমলা হ্যারিসের সৌজন্যে অনেক অপরাধী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে।”
বিশাল সমাবেশে ট্রাম্প আরও বলেন, “কখন পরিস্থিতি ভালো ছিল, চার বছর আগে না আজ?” তিনি অভিযোগ করেন, “গতবার ওরা নির্বাচন চুরি করেছিল। এবার আমি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রকে নতুন স্বর্ণযুগে নিয়ে যাব।”
শেষ মুহূর্তের এই প্রচারণা পর্বে দুই প্রার্থীই তাদের সমর্থকদের উজ্জীবিত করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন, এবং নির্বাচনী লড়াই আরও উত্তপ্ত রূপ নিচ্ছে।