ইউক্রেনে রাশিয়া যেকোনও দিন হামলা করবে: হোয়াইট হাউজ
রাশিয়া যে কোনও দিন ইউক্রেনে আক্রমণ করতে পারে বলে রবিবার ( ৬ ফেব্রুয়ারি) জানিয়ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যালয় হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভ্যান। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।
সালিভ্যান বলেন, যদি যুদ্ধ শুরু হয় তাহলে ইউক্রেনের অনেক মানুষের প্রাণহানি হবে। কিন্তু আমাদের প্রস্তুতি ও পাল্টা পদক্ষেপের পরিকল্পনার ভিত্তিতে বলতে রাশিয়াকেও কৌশলগত ক্ষতির মুখোমুখি হতে হবে।
তিনি বলেন, আক্রমণ হয়ত আগামীকাল ঘটতে পারে অথবা কয়েক সপ্তাহ পর। পুতিন সামরিক প্রস্তুতি এমন অবস্থায় রেখেছেন যাতে যে কোনও সময় ইউক্রেনে হামলা চালানো যায়।
হোয়াইট হাউজ উপদেষ্টা জানান, তাদের প্রশাসন এখনও আশা করছে কূটনীতির মাধ্যমে রাশিয়াকে উত্তেজনা নিরসনের দিকে নেওয়া যেতে পারে।
একদিন আগে, মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন ইউক্রেন আক্রমণ পরিচালনার জন্য সীমান্তে ৭০ শতাংশ সামরিক প্রস্তুতি নেওয়া হয়ে গেছে রাশিয়ার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মাসের মাঝামাঝিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা চালাতে পারেন আশঙ্কা যুক্তরাষ্ট্রের।
কেএফ/