হন্ডুরাসের প্রেসিডেন্ট সিওমারা করোনায় আক্রান্ত
হন্ডুরাসের নবনির্বাচিত প্রথম নারী প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রো করোনায় আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার (৬ ফেব্রুয়ারি) নিজের টুইটার অ্যাকাউন্টে সিওমারা এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।
সংক্রমণের কারণে দূর থেকে সরকারি কার্যক্রম চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেন তিনি। গতকাল টুইটার পোস্টে সিওমারা লিখেছেন, 'গত শনিবার পিসিআর পরীক্ষার ফল নেগেটিভ ছিল। আজ পজিটিভ এসেছে।'
সিওমারা আরও বলেন, 'তবে মহান সৃষ্টিকর্তার অশেষ মহিমায় শারীরিক পরীক্ষার ফলাফলে মৃদু সমস্যা পাওয়া গেছে। দেশকে গণতান্ত্রিক ও সাংবিধানিক শৃঙ্খলায় ফিরিয়ে নিয়ে আসতে আমার সরকারের পরিকল্পনাগুলো নিয়ে কাজ চালিয়ে যাব।'
হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট ও সিওমারার স্বামী ম্যানুয়েল জেলায়া এএফপিকে বলেন, নবনির্বাচিত প্রেসিডেন্টের করোনার টিকা নেওয়া আছে।
গত নভেম্বরে হন্ডুরাসে ডানপন্থী ন্যাশনাল পার্টির ১২ বছরের শাসনের ইতি ঘটিয়ে জয় লাভ করেন সিওমারা কাস্ত্রো। গত ২৭ জানুয়ারি দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এ বামপন্থী নেত্রী। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত সপ্তাহ থেকে সরকারি কার্যক্রম শুরু করেন সিওমারা।