ককপিটে পাইলটের অকাল মৃত্যু: জরুরি অবতরণের ঘটনা
ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা করা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত বিপত্তি। ফ্লাইট চলাকালীন, ককপিটে হঠাৎ করে লুটিয়ে পড়েন পাইলট ইলসেহিন পেহলিভান। প্রথমে ধারণা করা হয়েছিল, তিনি হয়তো ঘুমিয়ে পড়েছেন কিংবা অচেতন হয়ে গেছেন। কিন্তু বহু চেষ্টা করেও তাকে জাগানো সম্ভব হয়নি।
জানা গেছে, ফ্লাইট ২০৪, সিয়াটল থেকে ইস্তাম্বুলে যাচ্ছিল। ৯ই অক্টোবর (বুধবার) স্থানীয় সময় সকাল ৫টা ৫৭ মিনিটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি ভিত্তিতে বিমানটি অবতরণ করানো হয়। ৮ই অক্টোবর সন্ধ্যা ৭টা ২ মিনিটে উড্ডয়ন করা এই এয়ারবাস এ৩৫০ বিমানটি তখন কানাডার উত্তরাঞ্চলে বাফিন দ্বীপের ওপর ছিল।
পাইলটের মৃত্যুর সময় তার বয়স ছিল ৫৯ বছর। বিমানটি নিউ ইয়র্কের দিকে দ্রুতগতিতে ছুটে যেতে শুরু করে, যেখানে তা নিরাপদে অবতরণ করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের একটি প্রতিবেদনে এ ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়েছে।