বিশ্বের শীর্ষ ১০ ধনী: ইলন মাস্ক শীর্ষে, ল্যারি এলিসন দ্বিতীয়
বিশ্বের শীর্ষ ১০ ধনী: ইলন মাস্ক শীর্ষে, ল্যারি এলিসন দ্বিতীয়। ছবি: সংগৃহীত
বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় আবারও শীর্ষস্থান দখল করেছেন ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, স্পেসএক্স, এবং এক্স (পূর্বে টুইটার)-এর প্রধান নির্বাহী হিসেবে পরিচিত এই মার্কিন ধনকুবেরের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৭০.৫ বিলিয়ন মার্কিন ডলার। তার ঠিক পরেই আছেন ওরাকল করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, যার সম্পদের পরিমাণ ২০৮ বিলিয়ন মার্কিন ডলার।
ফোর্বস সাময়িকীর ‘রিয়েল টাইম বিলিয়নিয়ার’ তালিকা অনুযায়ী, শীর্ষ ১০ ধনীর মধ্যে বেশ কয়েকজন প্রযুক্তি খাতের সাথে যুক্ত। তারা বৈশ্বিক অর্থনীতিতে বিপুল প্রভাব বিস্তার করছেন।
১. ইলন মাস্ক - ২৭০.৫ বিলিয়ন ডলার
ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও এবং একাধিক অন্যান্য কোম্পানির মালিক। প্রযুক্তি ও মহাকাশ খাতে বিপ্লব ঘটানোর জন্য তিনি বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী হিসেবে স্বীকৃত।
২. ল্যারি এলিসন - ২০৮ বিলিয়ন ডলার
ওরাকল করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন এই তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। তিনি মূলত সফটওয়্যার ও প্রযুক্তি খাতের মাধ্যমে তার সম্পদ গড়ে তুলেছেন।
৩. জেফ বেজোস - ২০৪.৩ বিলিয়ন ডলার
বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ই-কমার্স খাতের বিপ্লব ঘটিয়ে তিনি বর্তমানে ২০৪.৩ বিলিয়ন ডলারের মালিক।
৪. মার্ক জাকারবার্গ - ১৯৮ বিলিয়ন ডলার
মার্ক জাকারবার্গ ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এবং মেটা (পূর্বে ফেসবুক)-এর সিইও। তিনি বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ব্যক্তি, যার সম্পদের পরিমাণ ১৯৮ বিলিয়ন ডলার।
৫. বার্নার্ড আরনল্ট অ্যান্ড ফ্যামিলি - ১৯৫.৫ বিলিয়ন ডলার
ফরাসি ধনকুবের বার্নার্ড আরনল্ট বিশ্বের অন্যতম বিলাসপণ্য কোম্পানি এলভিএমএইচ-এর সিইও। তিনি এবং তার পরিবার মিলে ১৯৫.৫ বিলিয়ন ডলারের মালিক।
৬. ওয়ারেন বাফেট - ১৪৪.৯ বিলিয়ন ডলার
মার্কিন বিনিয়োগকারী ওয়ারেন বাফেট, যিনি বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান, বিশ্বের ষষ্ঠ ধনী। তাঁর সম্পদের পরিমাণ ১৪৪.৯ বিলিয়ন ডলার।
৭. ল্যারি পেজ - ১৩৭.৯ বিলিয়ন ডলার
গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ বর্তমানে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের পর্ষদ সদস্য। তাঁর সম্পদের পরিমাণ ১৩৭.৯ বিলিয়ন ডলার।
৮. আমানসিও ওরতেগা - ১৩৩ বিলিয়ন ডলার
স্প্যানিশ ধনকুবের আমানসিও ওরতেগা ইন্ডিটেক্স ফ্যাশন গ্রুপের সহপ্রতিষ্ঠাতা। তিনি ১৩৩ বিলিয়ন ডলারের মালিক।
৯. সের্গেই ব্রিন - ১৩২ বিলিয়ন ডলার
গুগলের আরেক সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন, যিনি অ্যালফাবেটের পর্ষদ সদস্য, ১৩২ বিলিয়ন ডলার সম্পদের অধিকারী।
১০. স্টিভ বলমার - ১২৫.৫ বিলিয়ন ডলার
মাইক্রোসফটের সাবেক সিইও এবং লস অ্যাঞ্জেলেস ক্লিপারস বাস্কেটবল দলের মালিক স্টিভ বলমার, ১২৫.৫ বিলিয়ন ডলারের মালিক হিসেবে তালিকার দশম স্থানে আছেন।
এই শীর্ষ ধনীদের বেশির ভাগই প্রযুক্তি, বিনিয়োগ, এবং ফ্যাশন খাতের মাধ্যমে তাদের সম্পদ অর্জন করেছেন। তাঁদের উদ্ভাবনী চিন্তাধারা এবং ব্যবসায়িক দক্ষতা বৈশ্বিক অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলেছে।