বাঁচানো গেল না মরক্কোয় কুয়ায় পড়ে যাওয়া শিশু রায়ানকে
টানা পাঁচদিন চেষ্টা করেও জীবিত উদ্ধার করা গেল না মরক্কোয় কুয়ায় পড়ে যাওয়া শিশু রায়ানকে। গত মঙ্গলবার ১০৪ ফুট গভীর কুয়ায় পড়ে গিয়েছিল পাঁচ বছরের শিশুটি। পাঁচদিন পর স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কুয়া থেকে শিশুটির মরদেহ বের করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। খবর রয়টার্সের।
দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। মরক্কোর উত্তরাঞ্চলের এ ঘটনা পুরো দেশটিকে নাড়া দিয়েছে। এদিকে রায়ানের মৃত্যুর ঘটনায় মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
শিশুটিকে উদ্ধারে ভিন্ন কৌশলের পথ বেছে নেওয়া হয়েছিল। কুয়াটির কাছে বুলডোজার দিয়ে খোঁড়া হয় নালা। সেটি ব্যবহার করে আড়াআড়িভাবে শিশুটির কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়। শনিবার স্থানীয় কয়েকটি গণমাধ্যম জানায়, শিশুটির থেকে আর মাত্র ১ দশমিক ৮ মিটার দূরে রয়েছেন উদ্ধারকারীরা। রায়ানকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়ে যায়।
শিশুটিকে উদ্ধারে বুলডোজার, ক্রেনসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে জরুরি বিভাগের কর্মীরা দিনরাত আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন। লক্ষ্য একটাই ছিল, পাঁচ বছর বয়সী শিশুটিকে যে করেই হোক জীবিত উদ্ধার করা।
শিশুটি জীবিত আছে কিনা, সে জন্য কুয়ার ভেতরে নামানো হয়েছিল অত্যাধুনিক ক্যামেরা। তখন দেখা যায়, রায়ান জীবিত। তবে মাথায় কিছুটা আঘাত পেয়েছে বলে ধারণা করা হয়।
উদ্ধারকর্মীরা ভেতরে দড়ি দিয়ে অক্সিজেন মাস্ক, খাবার ও পানি পাঠান। তবে সে কিছু খেয়েছিল কিনা, জানা যায়নি। এমনকি শিশুটিকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিতে স্বাস্থ্যকর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পাশাপাশি হাসপাতালে নিতে একটি হেলিকপ্টারও রাখা হয়েছিল।
কেএফ/