সিরিয়ায় মার্কিন হামলায় আইএস প্রধান আল কুরাইশি নিহত
সিরিয়ায় মার্কিন হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-আইএস এর প্রধান আবু ইব্রাহিম আল হাশেমি আর কুরাইশি নিহত হয়েছন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
মর্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে কুরাইশির নিহতের খবর জানিয়ে অভিযানে অংশ নেয়া মার্কিন সেনা সদস্যদের ধন্যবাদ জানান। অভিযানে অংশ নেয়া সেনারা নিরাপদে ফিরে এসেছেন বলেও জানান তিনি।
বৃহষ্পতিবার তুরস্কের সীমান্তের কাছাকাছি সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ ইদলিবের আতমে শহরে বিমান হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। এসময় সেখানে বেশ কয়েকটি মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টার অবতরণ করে বলেও জানানো হয়। এ মার্কিন হামলায় ৬ শিশু ও ৪ নারীসহ ১৩ জন নিহত হয়েছেন।
২০১৯ সালে আইএস প্রধান আবু বকর আল-বাগদাদিকে হত্যার পর আল-কুরাইশিকে জিহাদি সংগঠনটির প্রধান করা হয়। আইএসের কথিত ইসলামি খেলাফত ধ্বংস করা গেলেও সংগঠনটির জিহাদিরা এখনও বিভিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে একটি কারাগারসহ বেশ কিছু স্থানে হামলা চালিয়েছে তারা। আইএসের পুনরুত্থান ঠেকাতে অভিযান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে আল-কুরাইশির অবস্থান লক্ষ্য করে অভিযান চালায় যুক্তরাষ্ট্র।
২০১৫ সালে গৃহযুদ্ধ কবলিত মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখল করে পৃথক রাষ্ট্র বা খিলাফত ঘোষণা করে আইএস। এই রাষ্ট্রের রাজধানী হিসেবে ঘোষণা করা হয় সিরিয়ার রাক্কা শহরকে।
কেএফ/