ইয়েমেনে হামলা চালাতে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: রয়টার্স
ইয়েমেনে হামলা চালাতে সংযুক্ত আরব আমিরাতে একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ও বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
বুধবার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রশাসন এ তথ্য জানায়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ওয়াশিংটনের শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার এবং পঞ্চম প্রজন্মের ফাইটার জেট পাঠাবে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের মধ্যে বুধবার ফোনালাপ হয়।
ফোনালাপের পর এক বিবৃতিতে বলা হয়েছে, আমিরাতে হুথির হুমকি মোকাবিলায় এ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারি ইউএসএস কোল আবুধাবি উপকূলে অবস্থান নিয়ে আমিরাতি নৌবাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করবে। হুথিদের মোকাবিলায় পঞ্চম প্রজন্মের বেশ কয়েকটি যুদ্ধবিমানও পাঠাবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি, হামলার আগাম খবর জানিয়ে আমিরাতকে সতর্ক থাকতে সহায়তা করবে তারা।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের অন্যতম অংশীদার আমিরাত। গত তিন সপ্তাহে তিনবার উপসাগরীয় দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি যোদ্ধারা।
আবুধাবির একটি তেল স্থাপনা লক্ষ্য করে হুথি যোদ্ধাদের হামলায় গত ১৭ জানুয়ারি তিন বিদেশি কর্মী নিহত হন। এর জবাবে সৌদি জোট ইয়েমেনে প্রাণঘাতী হামলা শুরু করে।
আরএ/