জার্মানিতে তল্লাশির সময় গুলিতে নিহত ২ পুলিশ সদস্য
জার্মানিতে সড়কে গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর সময় দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
স্থানীয় সময় সোমবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টা ২০ মিনিটে ফরাসি সীমান্তবর্তী রাইনল্যান্ড রাজ্যের কুসেল জেলায় গুলির এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানায়, সোমবার বিকালে পুলিশ অফিসাররা ফরাসি সীমান্তবর্তী রাইনল্যান্ড রাজ্যের কুসেল জেলায় একটি গাড়ি থামায়। এ সময় হতাকাণ্ডের শিকার হন ২৯ বছর বয়সী এক পুরুষ ও ২৪ বছর বয়সী এক নারী পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে অপর এক ব্যক্তিকে।
জার্মান সংবাদপত্র বিল্ড জানায়, ঘটনার আগে নিহত পুলিশ সদস্যরা রেডিওতে দু’টি বার্তা পাঠায়। একটিতে তারা জানান, একটি সন্দেহভাজন গাড়ি আটক করা হয়েছে। পরের বার্তায় তারা জানান, গাড়িটি থেকে তাদের লক্ষ্য তরে গুলি চালানো হচ্ছে। এরপরই রেডিও সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়।
এ হামলার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে দেশটির পুলিশ।
আরএ/এসএ/