কেনিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৩
কেনিয়ায় বোমা বিস্ফোরণে ১৩ জন বাস যাত্রী নিহত হয়েছে। আহত হয় বেশ কয়েকজন। সোমবার দেশটির উত্তর পূর্বাঞ্চলে মানদেরা শহরের কাছে রাস্তায় পুঁতে রাখা বোমায় নিহত হন তারা।
কেনিয়ার উত্তর-পূর্ব মানদেরা কাউন্টির পুলিশ এক বিবৃতিতে জানায়, সোমবার ১৪ আসন বিশিষ্ট একটি মিনিবাস মানদেরা শহরের দিকে যাওয়ার সময় রাস্তায় পুঁতে রাখা বোমাটিকে আঘাত করলে সেটি বিস্ফোরিত হয়। বোমা বিস্ফোরণের সাথে সম্পৃক্ততার সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দি নেশন মিডিয়া গ্রুপ ঐ অঞ্চলের পুলিশ প্রধান বুনেই রোনো-কে উদ্ধৃত করে জানায় যে, তিনি বলেছেন বোমা বিস্ফোরণের সাথে যুক্ত একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
যদিও কোন গোষ্ঠীই তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি, তবুও ইসলামী জঙ্গীগোষ্ঠী আল-শাবাব এর উপর সন্দেহ বর্তানোর সম্ভাবনা রয়েছে।
সোমালিয়ার এই সন্ত্রাসী গোষ্ঠীটি অতীতেও সীমান্ত অতিক্রম করে নিরাপত্তা বাহিনী ও গণপরিবহনকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছিল। আল-কায়েদার সাথে সম্পৃক্ত এই গোষ্ঠীকে, উত্তর-পূর্ব ও উপকূলবর্তী অঞ্চলের বেশিরভাগ হামলার জন্য দায়ী করা হয়।
কেএফ/