ক্ষেপণাস্ত্র পরীক্ষার ছবি প্রকাশ করল উত্তর কোরিয়া
মহাকাশ থেকে তোলা ক্ষেপণাস্ত্র পরীক্ষার কিছু ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া। গত পাঁচ বছরের যতগুলো ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়েছে, সেগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালি ছিল ওই ক্ষেপণাস্ত্র বলে দাবি দেশটির।
ছবিতে উত্তর কোরিয়া ও এর আশপাশের এলাকা ধারণ করা হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, সর্বপ্রথম ২০১৭ সালে উত্তর কোরিয়া এ ধরনের ছবি তুলেছিল।
গতকাল রোববার ( ৩০ জানুয়ারি) পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রটি মাঝারি পাল্লার হোয়াসং-১২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ আজ সোমবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
গতকাল রোববার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর খবরটি প্রথম জানায় দক্ষিণ কোরিয়া ও জাপানি কর্তৃপক্ষ। তবে ক্ষেপণাস্ত্রটির ধরন সম্পর্কে নিশ্চিত হতে পারছিল না তারা। বিশ্লেষকেরা ধারণা করছিলেন, এটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইআরবিএম)। ২০১৭ সালের পর পিয়ংইয়ং এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়নি বলেও জানান তারা।
আজ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, হোয়াসং-১২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি যথার্থভাবে কাজ করছে কি না, তা নিশ্চিত হতে এ পরীক্ষা চালানো হয়েছে। এর আগে উত্তর কোরিয়া বলেছিল, হোয়াসং-১২ ক্ষেপণাস্ত্রটি 'বড় আকারের ও ভারী পারমাণবিক ওয়ার হেড বহনে সক্ষম'।
আজ কেসিএনএর প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি মাথায় রেখে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্রটির সামনের দিকে একটি ক্যামেরা যুক্ত করা আছে। আর এর মধ্য দিয়ে এটি মহাকাশে থাকা অবস্থায় ছবি তুলতে পারে।
চলতি মাসে মোট সাতটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এক মাসে উত্তর কোরিয়ার বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘটনাগুলোর একটি এটি। এর আগে সবশেষ ২০১৯ সালে এক মাসে সর্বোচ্চ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল দেশটি। দেশটির নেতা কিম জং-উনের সঙ্গে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার আলোচনা ভেস্তে যাওয়ার পর তখন অনেকগুলো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং।
২০১৭ সাল থেকে আন্ত-উপমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা স্থগিত রেখেছিল উত্তর কোরিয়া। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্য শীর্ষ নেতাদের সঙ্গে তিনটি উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠককে কেন্দ্র করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ রেখেছিল তারা। তবে চলতি মাসে উত্তর কোরীয় সরকার আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করার ইঙ্গিত দেয়। এ জন্য যুক্তরাষ্ট্রের শত্রুতাপূর্ণ নীতিমালাকে দায়ী করে দেশটি।
হোয়াসং-১২–এর মতো মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রটিও উত্তর কোরিয়ার স্থগিত তালিকায় ছিল কিনা, তা পরিষ্কার নয়। তবে ২০১৭ সালের পর থেকে এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালানো হয়নি। ওই বছর উত্তর কোরিয়া অন্তত ছয়বার হোয়াসং-১২–এর পরীক্ষা চালিয়েছিল। এর মধ্যে তিনটি সফল ও তিনটি ব্যর্থ হয়।
কেএফ/