ব্রাজিলে বন্যা ও ভূমিধসে ৭ শিশুসহ ১৮ জনের মৃত্যু
ব্রাজিলে সাও পাওলোতে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার থেকে দেশটির বিভিন্ন এলাকায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে ৭ শিশু রয়েছে।
বন্যার কারণে গৃহহীন হয়ে পড়েছেন অনেকে। সাও পাওলোর গভর্নর জোয়াও দোরিয়া বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর ক্ষতিগ্রস্থ এলাকাগুলোতে সাতাশ লাখ মার্কিন ডলারের জরুরি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন। বেশি ক্ষতির মুখে পড়েছে সাও পাওলোর আরুজা, ফ্যান্সিসকো ও মোরাতোর এলাকা।
সাউ পাউলোর গভর্নর জোয়াও ডোরিয়া রবিবার বন্যা কবলিত অঞ্চল আকাশপথে পরিদর্শন করেন। তিনি জানান, আক্রান্ত শহরগুলোতে জরুরি ত্রাণ কাজ চালাতে দেড় কোটি স্থানীয় মুদ্রা বরাদ্দ করা হয়েছে।
বৃহত্তর সাউ পাউলো এলাকা ঘিরে বন্যা কবলিত এলাকাগুলোর মধ্যে রয়েছে আরুজা, ফ্রান্সিসকো মোরাতো, এমবু দাস আর্তেস এবং ফ্রাঙ্কো ডা রোচা। ঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত হয়েছে ভার্জিয়া পাউলিস্তা, ক্যাম্পো লিম্পো পাউলিস্তা, জাউ, কাপিভারি, মোন্তেমোর এবং রাফার্ড এলাকা।
ডিসেম্বর থেকে ভারি বৃষ্টিপাতে উত্তরপূর্ব ব্রাজিলে প্রাণঘাতী বন্যা দেখা দেয়। এতে মধ্যপশ্চিম এলাকার ফসল তোলা বিলম্বিত হয়ে পড়েছে। এছাড়া বৃষ্টিপাতের কারণে মিনাস জেরাইস রাজ্যে খনি কার্যক্রম বন্ধ করে দিতে হয়েছে।
কেএফ/