জানুয়ারিতেই ৭টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
রোববার (৩০ জানুয়ারি) আরেকটি বড় ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এই নিয়ে জানুয়ারি মাসেই মোট ৭টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল দেশটি।
দেশটির পূর্ব উপকূলে স্থানীয় সময় ৭টা ৫২ মিনিটে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, রোববার পরীক্ষা চালান ক্ষেপণাস্ত্রটি ছিল মধ্যবর্তী-পাল্লার, যা নভেম্বর ২০১৭ সালের পর সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র পরীক্ষা।
জাপানি এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের অনুমান, ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালিয়েছে সেটা দুই হাজার কিলোমিটার উচ্চতায় উঠতে সক্ষম। ৩০ মিনিটে আট শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে বিধ্বস্ত হয়েছে।
এদিকে, উত্তর কোরিয়ার এই কাজের নিন্দা জানিয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ডের এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের আরোপ করা নিষেধাজ্ঞা নিয়মিত অমান্য করে আসছে উত্তর কোরিয়া। নেতা কিম জং-উন তার দেশের প্রতিরক্ষা জোরদার করার লক্ষ্যেই এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছেন বলে আসছেন।
কেএফ/