'রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে পরিণতি হবে ভয়াবহ'
রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে 'ভয়াবহ' পরিণতি হবে এবং হামলায় বহু মানুষ হতাহত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন শীর্ষ মার্কিন জেনারেল মার্ক মিলি। খবর বিবিসির।
শুক্রবার (২৮ জানুয়ারি) পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে জেনারেল মিলে বলেন, ইউক্রেন সীমান্তে একলাখের মতো রুশ সেনা মোতায়েন করা হয়েছে। যা থেকে মনে হচ্ছে হামলা হলে তার ফলাফল হবে গুরুতর।
এদিকে, মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছেন, তবে কূটনীতিক মধ্যস্থতায় এ সংঘাত এড়ানো যেতে পারে।
এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েন নিয়ে আতঙ্ক সৃষ্টি না করার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমন আহ্বান জানান তিনি।
গত বছর থেকেই ইউক্রেন সীমান্তে লাখো সেনা মোতায়েন করেছে রাশিয়া। সম্প্রতি সেখানে সামরিক মহড়া জোরদার করা হয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইউক্রেন দখল করতেই রাশিয়ার এই সেনা সমাবেশ। যদিও রাশিয়া এমন অভিযোগ নাকচ করে আসছে।
ভলোদিমির জেলেনস্কি এ সময় সাংবাদিকদের বলেন, রাশিয়া যদি ইউক্রেন আক্রমাণ করে তবে ইউক্রেনের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে পড়বে।
এদিকে, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, আগামী মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে।
ইউক্রেনকে ঘিরে পশ্চিম ও রাশিয়ার উত্তেজনা যখন চরমে, তখন শুক্রবারের সংবাদ সম্মেলনে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেছেন জেলেনস্কি। তিনি বলেন, 'আমরা এই আতঙ্ক চাই না।' এ সময় আগে থেকেই ইউক্রেনের ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে স্থিতিশীল করার ওপর জোর দেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, গত বসন্তেই সীমান্তে একই ধরনের সেনা সমাবেশ ঘটিয়েছিল রাশিয়া। তাই এবারের সেনা মোতায়েনে আগের চেয়ে বড় কোনো হুমকি দেখছেন না তিনি।
কেএফ/