ভারতের সব হাসপাতালে পাওয়া যাবে করোনার টিকা
শর্তসাপেক্ষে ভারতের সব হাসপাতাল ও ক্লিনিককে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকা বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। তবে ওষুধের দোকানগুলোকে এখনও করোনার টিকা বিক্রির অনুমোদান দেওয়া হয়নি। এত দিন শুধু সরকার নির্ধারিত হাসপাতালেই পাওয়া যেত এ টিকা।
বৃহস্পতিবার ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই) এই ছাড়পত্র দিয়েছে বলে সরকারি সূত্রের বরাতে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। খবর অনুযায়ী এই দুই টিকার দামও সরকার বেঁধে দিয়েছে। সর্বোচ্চ দাম ২৭৫ রুপি। তার সঙ্গে যুক্ত হবে ১৫০ রুপি সার্ভিস চার্জ।
শর্ত হলো, দুই সংস্থা সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেককে তাদের টিকাসংক্রান্ত সব ধরনের চলমান ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য সরবরাহ করতে হবে। টিকাদানের পরে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে কি না, সে দিকেও দুই সংস্থাকে নজর রাখতে হবে। গত বছরের অক্টোবর মাসে এই দুই সংস্থা খোলাবাজারে টিকা সরবরাহের অনুমতি চেয়েছিল।
বর্তমানে সরকারের বেঁধে দেওয়া কোভ্যাক্সিন টিকার দাম ১ হাজার ২০০ রুপি, কোভিশিল্ড ৭৮০। এর সঙ্গে সার্ভিস চার্জ ১৫০ রুপি। খোলাবাজারে বিক্রির দাম ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটিকে। বলা হয়েছিল, টিকার দাম যাতে সাধারণের আয়ত্তের মধ্যে থাকে, তা নিশ্চিত করতে। ওই সংস্থাই ২৭৫ রুপি দাম ধার্য করেছে।
কেএফ/