শিক্ষিকার সঙ্গে গাড়িতে ঘনিষ্ঠ অবস্থায় ছেলে, হাতেনাতে ধরলেন মা!
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
ছেলে ১৮ বছর বয়সে পা রাখতেই গতিবিধি নিয়ে সন্দেহ হচ্ছিল মায়ের৷ তাই ছেলের উপরে নজরদারি করতে ট্র্যাকিং অ্যাপের সাহায্য নিয়েছিলেন মা৷ আর তার সাহায্যেই ২৬ বছর বয়সি বায়োলজি শিক্ষিকার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছেলেকে হাতেনাতে ধরে ফেললেন মা৷
জানা গেছে, ঘটনাটি ঘটেছে আমেরিকার মেকলেনবার্গ কাউন্টিতে৷ বেশ কিছু দিন ধরেই ওই শিক্ষিকার সঙ্গে তার ছেলের অবৈধ সম্পর্কের কথা কানে এসেছিল ওই মহিলার৷ তারপর থেকেই সতর্ক ছিলেন তিনি। এরই মধ্যে সম্প্রতি টিউশনি ফাঁকি দেয় ওই কিশোর৷ তখনই লাইফ ৩৬০ নামে ওই অ্যাপের সাহায্যে ছেলে কোথায় রয়েছে সেই অবস্থান জেনে নেন ওই মহিলা৷ কিছুক্ষণের মধ্যেই পার্ক রোড পার্কে পৌঁছান তিনি৷ সেখানে তখন একটি গাড়ির মধ্যে মেকেনবার্গ হাই স্কুলের ২৬ বছর বয়সি বায়োলজির শিক্ষিকা গ্যাব্রিয়েলার সঙ্গে শারীরিক সম্পর্কে মত্ত ছিল ওই মহিলার ছেলে৷
ছেলেকে হাতেনাতে শিক্ষিকার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে স্বভাবতই স্তম্ভিত হয়ে যান মহিলা৷ তবে ঘটনার প্রমাণ রাখতে ওই শিক্ষিকার গাডি় এবং সেটির নম্বর প্লেটের ছবি তুলে নেন তিনি৷ তার পরে পুলিশে অভিযোগ জানান তিনি৷ পরবর্তী সময়ে অভিযোগ খতিয়ে দেখে ছাত্রের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখার অভিযোগে ওই শিক্ষিকাকে গ্রেফতার করে পুলিশ৷ পরে অবশ্য জামিন পেয়ে যান তিনি৷
জানা গিয়েছে, ওই শিক্ষিকা এবং ওই ছাত্র এর আগেও একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন৷ কখনও ওই ছাত্রের বাড়িতে আবার কখনও নিজের গাড়িতে অথবা বাড়িতে বয়সে ছোট ছাত্রের সঙ্গে ঘনিষ্ঠ হতেন ওই শিক্ষিকা৷ তাদের এই সম্পর্ক নিয়ে ওই স্কুলেও কানাঘুষো চলত৷ স্কুল কর্তৃপক্ষ দু জনকে ডেকে জিজ্ঞাসাবাদও করেছিল৷ কিন্তু প্রমাণের অভাবে কোনও পদক্ষেপ করা সম্ভব হয়নি৷ শেষমেশ আসরে নামেন ওই ছাত্রের মা৷