আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়লো ইসরায়েলিরা
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলিরা। ছবি: সংগৃহীত
আল-আকাস মসজিদ প্রাঙ্গণে ফের ঢুকে পড়ার অভিযোগ উঠেছে কয়েক ডজন ইসরায়েলি বসতী স্থাপনকারীদের বিরুদ্ধে। ইসরায়েলি পুলিশি পাহারায় এ ঘটনা ঘটেছে। ফিলিস্তিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বহু বসতি স্থাপনকারী পৃথক দলে আল-আকসা মসজিদে প্রবেশ করে এবং উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়েছে।
এদিকে গাজার জাবালিয়া ক্যাম্পে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি ভলিবল তারকা হাসান জুয়েতার ও ইব্রাহিম কাসিয়া নিহত হয়েছেন। তারা দুজনই জাতীয় দলের খেলোয়াড় ছিলেন। তাছাড়া ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় গাজার হাসপাতালগুলো অকার্যকর হয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজায় অবস্থিত ৩৬ হাসপাতালের মধ্যে ২২টিতেই সেবা দেওয়া বন্ধ। জ্বালানির অভাব, ক্ষয়ক্ষতি, হামলা ও অনিরাপত্তায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বিশ্ব সাস্থ্য সংস্থা জানায়, গাজায় বর্তমানে মাত্র ১৪টি হাসপাতাল চালু রয়েছে। কিন্তু এসব হাসপাতালে জীবনরক্ষাকারী সরঞ্জামের যথেষ্ট অভাব।