বরিস জনসনের আরও এক পার্টির খবর ফাঁস
লকডাউন উপেক্ষা করে আরও এক পার্টির খবর ফাঁস হলো ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। ২০২০ সালে যুক্তরাজ্যে লকডাউন চলাকালে করোনার বিধিনিষেধ লঙ্ঘন করে জন্মদিনের পার্টির আয়োজন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
সোমবার এ তথ্য প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম আইটিভি। সেসময় বরিস জনসনের বাগদত্তা ক্যারি সিমন্ডস তার জন্মদিন উপলক্ষ্যে সারপ্রাইজ পার্টির আয়োজন করেন বলে জানিয়েছে গণমাধ্যমটি।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন টেন ডাউনিং স্ট্রিটের ক্যাবিনেট রুমে আয়োজিত এ পার্টিতে অংশ নেন প্রায় ৩০ জন। যেখানে সেসময় করোনার কারণে ঘরোয়া পরিবেশে ৬ জনের বেশি মানুষের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা চলছিল। তবে বরিসকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুধু ১০ মিনিটের জন্যে তারা সেখানে উপস্থিত ছিল বলে দাবি করেছে ডাউনিং স্ট্রিট।
এদিকে, লকডাউনের মধ্যে একের পর এক পার্টির খবর ফাঁস হওয়ায় বরিস জনসনের পদত্যাগের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। এসব ঘটনার তদন্ত করছেন ব্রিটিশ সরকারের উর্ধ্বতন এক কর্মকর্তা।
এর আগে ১৩ জানুয়ারি ২০২০ সালে লকডাউন চলাকালে ডাউনিং স্ট্রিটের বাগানে আয়োজিত পার্টিতে যোগ দেওয়ার কথা স্বীকার করে গতকাল ক্ষমা চেয়েছেন তিনি।
কেএফ/