ক্যামেরুনে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে নিহত ৮
আফ্রিকান কাপ অফ ন্যাশনসের ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার ক্যামেরুনের ইয়াওনদাই ওলেম্বে স্টেডিয়ামের বাইরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কিছু মানুষ। খবর এএফপির।
তবে প্রাথমিকভাবে দেশটির গণমাধ্যম পদদলিত হয়ে ৬জন নিহত হয়েছে বলে জানায়। কমোরোসের বিপক্ষের ওই ম্যাচ দেখতে হাজার হাজার সমর্থক স্টেডিয়ামের বাইরে ভিড় জমায়। স্টেডিয়ামটিতে ৬০ হাজার দর্শক ধারণ ক্ষমতা থাকলেও করোনার কারণে এর আশি শতাংশ প্রবেশের অনুমতি দেয়া হয়।
তবে ৫০ হাজারের বেশি সমর্থক বাইরে জমায়েত হওয়ায় অনেকে হুড়োহুড়ি করে গেট দিয়ে প্রবেশের চেষ্টা করলে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
এক বার্তায় ঘটনার তদন্ত শুরুর কথা জানিয়েছে আঞ্চলিক ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষ। এদিকে, দুর্ঘটনার পরও অনুষ্ঠিত হয় ম্যাচটি।
এদিকে ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়ার বরাতে এপি নিউজ জানায়, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আরেক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকজন শিশু পদদলিত হয়ে জ্ঞান হারিয়েছে।
কেএফ/