ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা, নিহত ৭০
সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ইয়েমেনের একটি কারাগারে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩৮ জন। এক হুতি কর্মকর্তা ও ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) নামের একটি দাতব্য সংস্থা শুক্রবার (২১ জানুয়ারি) এ তথ্য জানান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলা বেড়েছে। তাদের দাবি, হুতি বিদ্রোহী আন্দোলনের সঙ্গে যুক্ত সামরিক স্থাপনাকে লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে। ওই জোটের অংশীদার সংযুক্ত আরব আমিরাতে গত সোমবার হুতিরা অপ্রত্যাশিত হামলা চালায়। এ ছাড়া সৌদি আরবের শহরগুলোতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।
এরপরই জোটটি হুতিদের ওপর বিমান হামলা জোরদার করে।
ইয়েমেনের হুতি সরকারের স্বাস্থ্যমন্ত্রী তাহা আল–মোতাওয়াক্কেল এএফপিকে বলেন, সাদা শহরের কারাগারে বিমান হামলায় ৭০ জন নিহত হন। তবে অনেকে গুরুতর আহত হওয়ায় নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে।
এসএসএফের এক মুখপাত্র বলেন, হামলায় ১৩৮ জন আহত হয়েছেন।
টিটি/