অমিক্রনে শেষ হতে পারে করোনা মহামারি পর্ব!
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি আশা প্রকাশ করেছেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন দিয়ে শেষ হতে পারে করোনা মহামারির কাল। যদিও চূরান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনো আসেনি তবে আশা করা যাচ্ছে করোনা এরপর একটি সাধারণ রোগে পরিনত হতে পারে।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে গত সোমাবার ফাউসি এ আশার কথা জানান।
ফাউসি বলেন, করোনা কোনো এলাকার একটি ভাইরাসজনিত রোগে পরিনত হতে পারে। অর্থাৎ এ রোগ থাকবে, এতে মানুষ আক্রান্তও হবে। তবে মহামারির পর্যায়ের চেয়ে কম হবে এবং এ রোগ ব্যবস্থাপনাও সহজ হবে।
ফাউসি আরও বলেন, আমরা সৌভাগ্যবান যে অমিক্রন অন্যান্য ভ্যারিয়েন্ট যেমন ডেল্টার মতো না। কিন্তু যে বিপুল সংখ্যক মানুষকে এটা আক্রান্ত করছে, তাতে সেই সুবিধাটা কাজে নাও লাগতে পারে।
যদি নতুন এমন কোনো ভ্যারিয়েন্ট আমাদের সামনে এসে হাজির না হয়, যা আগের ধরনের মাধ্যমে শরীরে তৈরি হওয়া প্রতিরোধব্যবস্থাকে ফাঁকি দিতে পারে, তখনই কেবল মহামরির শেষ হতে পারে বলে মন্তব্য ফাউসির।
এদিকে, যুক্তরাজ্যে লিভারপুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর জুলিয়ান হিসকক্স বিবিসির স্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ক সংবাদদাতা জেমস গ্যালাহারকে বলেছেন, ‘বলা যায় যে এরকম পরিস্থিতিতে আমরা প্রায় পৌঁছে গেছি। বলতে পারেন মহামারি শেষ হতে শুরু করেছে। অন্ততপক্ষে যুক্তরাজ্যে। আমার মনে হয় ২০২২ সালে আমাদের জীবন প্যান্ডেমিকের আগের অবস্থায় ফিরে যাবে।’
করোনাভাইরাসের দুর্বল ভ্যারিয়েন্ট-অমিক্রনই তার অন্যতম লক্ষণ। বিজ্ঞানীরা আশা করছেন, এই ভ্যারিয়েন্ট যত বেশি ছড়াবে ভাইরাসটি ততোই দুর্বল হয়ে পড়বে এবং এর মধ্য দিয়েই অবসান ঘটবে এই শতাব্দীর সবচেয়ে বড় স্বাস্থ্য সঙ্কটের।
জেডএকে/