নতুন ভূমিকম্পে তুরস্কে নিহত বেড়ে ৬
তুরস্ক ও সিরিয়ায় নতুন করে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ছয় জন নিহত ও অন্তত ৬৮০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে স্থানীয় সময় সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪ মিনিটে তুরস্কের দক্ষিণাঞ্চলে আঘাত হানে এ ভূমিকম্প। এদিন প্রথমে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর কয়েক মিনিট পরেই আঘাত হানে ৫ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূকম্পন।
এই ভূমিকম্প দুটি অনুভূত হয়েছে লেবানন ও মিসরে। এ ভূমিকম্পের প্রভাব পড়েছে সিরিয়াতেও। সিরিয়া ও তুরস্ক মিলিয়ে গতকালের ভূমিকম্পে কমপক্ষে ৬৮০ জন আহত হয়েছেন। নিহতরা সবাই তুরস্কের বাসিন্দা।
তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডি জানিয়েছে, নতুন এ ভূমিকম্পে দেশটিতে ২৯৪ জন আহত হয়েছেন। নিহতরা তুরস্কের হাতায় প্রদেশের আনতাকিয়া, দেফনে ও সামানদাগির বাসিন্দা।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্প কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, সোমবার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের হাতায় প্রদেশে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে দুই কিলোমিটার গভীরে। স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে আঘাত হানা শক্তিশালী এ ভূকম্পন পার্শ্ববর্তী আন্তাকিয়া এবং ২০০ কিলোমিটার দূরে আদানায়ও অনুভূত হয়েছে।
এর কয়েক মিনিট পরে একই অঞ্চলে ফের আঘাত হানে ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প। তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পটির কেন্দ্র ছিল হাতায়ের সামানদাগ জেলায়।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়া সীমান্তে আঘাত হানা ৭ দশমিক ৮ ও ৭ দশমিক ৬ মাত্রার ভয়াবহ দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। কেবল তুরস্কেই মারা গেছেন ৪১ হাজারের বেশি। সেই বিপর্যয় এখনো ভোলেনি মানুষ। এর মধ্যেই সোমবার রাতে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল।
আরএ/