প্রশান্ত মহাসাগরে অগ্ন্যুৎপাত, টোঙ্গাতে সুনামির আঘাত
প্রশান্ত মহাসাগরের নিচে থাকা একটি আগ্নেয়গিরি জেগে উঠলে সুনামি সৃষ্টি হয়েছে প্রশান্ত মহাসাগরের দক্ষিণাংশে। এই সুনামি আছড়ে পড়েছে প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্র টোঙ্গাতে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ফুটেজে দেখা গেছে, সমুদ্রের পানি উঠে উপকূলের কাছে থাকা চার্চ ও বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এ ছাড়া দেশটির রাজধানী নুকুআলোফায় আগ্নেয়গিরির ছাই এসে পড়ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, অগ্ন্যুৎপাতের পর জাপান উপকূলে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে। দেশটির দক্ষিণে এরই মধ্যে ১ দশমিক ২ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে। অপরদিকে শক্তিশালী ঢেউ এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র।
টোঙ্গো কর্তৃপক্ষ বাসিন্দাদের জন্য সুনামি সতর্কতা জারি করেছে। যাতে তারা উচু স্থানে আশ্রয় নিতে পারে সেই আহ্বান জানানো হয়েছে। জেগে ওঠা ওই আগ্নেয়গিরির নাম হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা। এটি সক্রিয় হয়ে উঠলে একাধিক শকওয়েভ আঘাত হানে টোঙ্গাতে। দেশটির রাজধানী ওই আগ্নেয়গিরি থেকে মাত্র ৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত।
অগ্ন্যুৎপাত শুরু হলে আকাশে ২০ কিলোমিটার পর্যন্ত ছাই ও ধোঁয়া উঠে যায়। ৮ মিনিট ধরে ভয়াবহ উদ্গিরণ চলে। এতে বিকট শব্দ হয় সেখানে। এই শব্দ ৮০০ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। ২৩০০ কিলোমিটার দূরের নিউ জিল্যান্ডেও সতর্কতা জারি করা হয়েছে।
এসএ/