তুরস্কের ফের ভূমিকম্প
তুরস্কে তাণ্ডব চালানোর ২৪ ঘণ্টা পর আবারও দেশটির মধ্যাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গেছে।
তুরস্কের স্থানীয় সময় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪৩ মিনিটে এই ভূমিকম্পটি হয়। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রে ভূ-তাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, গোলবাসি শহরের কাছে ভূ-কম্পনটির গভীরতা ছিল ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
অন্যদিকে, ফ্রান্স-ভিত্তিক ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, গোলবাসির কাছে ৫ দশমিক ৬ মাত্রার ভূ-কম্পন হয়। এর গভীরতা ছিল ২ কিলোমিটার পর্যন্ত।
এর আগে, সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোররাত ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত ৪ হাজার ৩০০ এর অধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়েছেন। উদ্ধার কাজ এখনো চলমান। এখনও ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, ভূমিকম্পে হতাহতদের স্মরণে সাতদিনে জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
আরএ/