ইউক্রেনে বড় ধরনের সাইবার হামলা
বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে ইউক্রেন। শুক্রবার দেশটির সরকারের বেশ কয়েকটি ওয়েবসাইট এবং দেশটিতে অবস্থিত কয়েকটি দেশের দূতাবাস হামলার শিকার হয়েছে। খবর বিবিসির।
আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, দেশটির পররাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয় সাইবার হামলার শিকার হয়েছে। এছাড়া দেশটির যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সুইডেন দূতাবাসের ওয়েবসাইটেও হামলা চালানো হয়।
এসব ওয়েবসাইট অচল হওয়ার আগে ইউক্রেনের নাগরিকদের আরও খারাপ পরিস্থিতির জন্য তৈরি হতে বার্তা দেয়া হয়। এতে লেখা ছিল, আরও খারাপ পরিস্থিতির জন্য তৈরি হোন।
এদিকে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ জানায়, গত নয় মাসে তারা ১২০০ এর বেশি সাইবার হামলা প্রতিরোধ করেছে।
শুক্রবারের এ সাইবার হামলা কারা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এর আগে রাশিয়া এমন হামলা চালিয়েছিল দেশটিতে। এই বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে সীমান্তে প্রায় ১ লাখ সেনার উপস্থিতিতে মস্কো এমনিতেই ইউক্রেনকে চাপে রেখেছে।
কেএফ/