টিকা নিলেই কেবল ছেলেকে দেখতে পাবেন বাবা
কোভিডসংক্রান্ত স্বাস্থ্যবিধি না মানায় এবং টিকা না নেওয়ায় ছেলের সঙ্গে দেখা করতে পারবেন না কানাডার এক বাবা। বাবাকে দেখে ওই শিশুর কোনো উপকার তো হবেই না, উল্টো ঝুঁকি বাড়বে বলে জানিয়ে দিয়েছে দেশটির কিউবেক প্রদেশের একটি আদালত। খবর এএফপির
আদালতের ওই রায়ে বলা হয়েছে, ওই বাবা করোনার টিকা না নেওয়া পর্যন্ত (আগামী ফেব্রুয়ারি) তার ১২ বছর বয়সী ছেলের সঙ্গে দেখা করতে পাবেন না।
আদালত জানান, অতিমাত্রায় সংক্রামক অমিক্রন ধরনের কারণে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কথা তুলে ধরে বিচারক বলেন, করোনাভাইরাস মহামারির বর্তমান পরিপ্রেক্ষিতে ওই বাবা যদি টিকা না নেন এবং স্বাস্থ্যবিধি মানতে অস্বীকৃতি জানান, তাহলে তার সংস্পর্শে এসে ওই শিশুর কোনো উপকার হবে না।
শিশুটির মা ছেলেকে দেখতে চেয়ে বাবার করা অনুরোধের বিরোধিতা করেন। তিনি আদালতকে বলেন, সম্প্রতি তিনি জানতে পারেন, ছেলের বাবা টিকা নেননি। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্ট দেখে জানতে পারেছেন তিনি করোনাসংক্রান্ত স্বাস্থ্যবিধি মানার বিরোধী বলে জানান শিশুটির মা।
কেএফ/