রবিবার, ৩০ মার্চ ২০২৫ | ১৬ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

টান টান উত্তেজনায় অস্থিতিশীল বিশ্ব রাজনীতি

বিদায় নিচ্ছে ২০২২। রাত ১২ বাজলেই শুরু হবে নতুন বছর। পুরোনো বছরের ব্যর্থতা, অপ্রাপ্তির গ্লানি ভুলে প্রাপ্তি আর সফলতাকে উপজীব্য করে স্বাগত জানানো হবে ২০২৩ সালকে। সুন্দর আগামীর প্রত্যাশায় নতুন করে পথচলার প্রত্যয় ব্যক্ত করবেন বিশ্ববাসী।

আন্তর্জাতিক অঙ্গনে বিদায়ী বছরটি ছিল টানটান উত্তেজনাপূর্ণ। ২০২২ সালে আন্তর্জাতিক রাজনীতির মোড় ঘুরেছে বারবার। বিভিন্ন দেশের আন্তর্জাতিক সম্পর্ক পেয়েছে নতুন মাত্রা।

ইউক্রেন-রাশিয়া দ্বন্দ্বে টালমাটাল বিশ্ব
বিদায়ী বছরে বিশ্বব্যাপী সবচেয়ে আলোচিত ঘটনা ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের ন্যাটোতে যোগদানের চেষ্টাকে কেন্দ্র করে রাশিয়ার চাপা ক্ষোভ রূপ নেয় রক্তক্ষয়ী যুদ্ধে। রাশিয়ার পরামর্শ ও নিষেধ বারবার প্রত্যাখাত হওয়ায় ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ চালায় রাশিয়া। জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্যনুসারে এখন পর্যন্ত এই যুদ্ধে উভয় পক্ষের মৃতের সংখ্যা প্রায় সাত হাজার। যার মধ্যে ৪২৮ জন শিশু এবং আহতের সংখ্যা প্রায় ১১ হাজার। একই সঙ্গে এই যুদ্ধের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকট সৃষ্টি হয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, মে মাসের শেষের দিকে আনুমানিক ৮০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ৮ নভেম্বরের মধ্যে ৭৮ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়েছে।

কেবল প্রাণহানী বা শরনার্থী সংকট নয় এই যুদ্ধের বিরূপ প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। জ্বালানি তেলের সংকট, দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্দ্ধগতি, পণ্য সরবরাহে সৃষ্ট জটিলতা এবং খাদ্য ঘাটতি প্রভৃতি বিষয়ে অস্থিতিশীল হয়ে বিশ্ববাজার। এ অস্থিরতা কাটাতে এখনো লড়াই করে চলছে পুরো বিশ্ব। দরজায় কড়া নাড়তে থাকা ২০২৩ সালে যে এই অবস্থা থেকে উত্তরণ ঘটবে— এমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না অর্থনীতিবিদরা। বরং তাদের আশঙ্কা আগামী বছর পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। এমনকি অনেক দেশ দুর্বিক্ষের মত পরিস্থিতির সম্মুখীনও হতে পারে।

বাংলাদেশ নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র-রাশিয়া
আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন ইস্যুতে নাম উঠে এসেছে বাংলাদেশেরও। র‍্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও কুটনৈতিক তৎপরতা ছাড়াও সম্প্রতি বাংলাদেশ নিয়ে মুখোমুখি দাঁড়িয়েছে রাশিয়া-যুক্তরাষ্ট্র। ২২ ডিসেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোর নিয়মিত ব্রিফিংয়ে মন্তব্য করেন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের শাহীনবাগে যাওয়াকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের চেষ্টা বলে মনে করে রাশিয়া। ২৫ ডিসেম্বর ঢাকার রুশ দূতাবাস সেই বিবৃতিটি প্রচার করে। একইসঙ্গে মস্কোর দৃষ্টিতে ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের কী ভূমিকা এবং ইউরোপে তার প্রভাব কেমন, তা তুলে ধরতে টুইটারে একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করে রুশ দূতাবাস। মারিয়া জাখারোভা বলেন, মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণের মানবাধিকার সুরক্ষার কথা বলে ক্রমাগত অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করে যাচ্ছেন।

তাইওয়ান ইস্যুতে নাখোশ চীন
দ্বীপরাষ্ট্র তাইওয়ান চীনের অংশ হওয়ায় তাইওয়ান ইস্যুতে আন্তর্জাতিক বিশ্বকে নাক না গলাতে পরামর্শ দিয়েছিল চীন। কিন্তু আনুষ্ঠানিকভাবে পূর্ব এশিয়ায় সফরসূচিতে তালিকাভুক্ত না থাকা সত্ত্বেও আগস্টে তাইওয়ান যান যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলোসি এবং তার প্রতিনিধিদল। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। তাইওয়ানে একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা পাঠানোর কারনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে। ফলাফল হিসেবে ৭ অক্টোবর চায়নার প্রতি রপ্তানি নীতিমালায় পরিবর্তন আনে যুক্তরাষ্ট্র। এই পরিবর্তনের উদ্দেশ্য ছিল উন্নত কম্পিউটার টেকনলজির বিকাশ এবং সেমিকন্ডাক্টর উৎপাদনে চীনের সক্ষমতাকে বাধাগ্রস্থ করা। এর মাধ্যমে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তা উদ্বেগ প্রতিফলিত হয়। অবশ্য পরবর্তীতে বালিতে জি টুয়েন্টি সম্মেলনের সাইডলাইন বৈঠকে ১৪ নভেম্বর জো বাইডেন এবং শি জিনপিং মুখোমুখি হন এবং ৩ ঘণ্টারও বেশি সময় ধরে চলা সেই বৈঠকে তারা তাইওয়ান এবং উত্তর কোরিয়া নিয়ে উত্তেজনা ও ইউক্রেন যুদ্ধের অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

রানির বিদায়
বিদায়ী বছরে হারানোর তালিকায় সবার আগে যে ঘটনাটি সবার আগে উঠে আসবে সেটি হল সবচেয়ে বেশি সময় রাজত্বকারী ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু। ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনামলে যুদ্ধোত্তর মন্দা, সাম্রাজ্য ভেঙে কমনওয়েলথে উত্তরণ, স্নায়ুযুদ্ধের অবসান এবং ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যের অন্তর্ভুক্তি এবং বের হয়ে যাওয়ার মতো ঘটনাগুলো ঘটেছে। তিনি সিংহাসনে আরোহণের ৭০ বছর পর ৯৬ বছর বয়সে মারা যান। রানির মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্র তৃতীয় চার্লস ইংল্যান্ডের নতুন রাজা হন।

করোনার কাটা ঘায়ে মাঙ্কিপক্সের নুনের ছিটা
২০১৯ সালে চীনের উহান প্রদেশ থেকে শুরু হওয়া করোনাভাইরাসের সংক্রমণ ২০২২ সালের শেষ দিকে অনেকটাই কমে আসে। তিন বছর ধরে করোনার চোখ রাঙানি ও মৃত্যুর মিছিল ভ্যাকসিন এবং চিকিৎসা সাফল্যের কারণে কমিয়ে আনা সম্ভব হয়। কিন্তু এরই মধ্যে নতুন বিপাকে পড়ে বিশ্ব। ২০২২ সালের মে মাসের শুরু থেকে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নামকরণ করে এমপক্স। ২০২২ সালে বিশ্বের ১১০টি দেশে এমপক্স শনাক্ত হয়। ডব্লিউএইচওর তথ্যানুসারে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভাইরাসটিতে ৮২ হাজার ৮২৮ জন আক্রান্ত হয়েছেন। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঝুঁকি মূল্যায়ন করে ভাইরাসটিকে মাঝারি হিসাবে শ্রেণীবদ্ধ করেছে। তবে জনস্বাস্থ্য উদ্বেগের জন্য আন্তর্জাতিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করা হয়েছে।

বেসামাল ইমরান খান
বিদায়ী বছরের এপ্রিলে পাকিস্তান পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারান দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এখন পর্যন্ত দেশটিতে কোনো প্রধানমন্ত্রীই পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি। ইমরান খান অবশ্য ক্ষমতা হারিয়ে চুপ থাকেননি। তিনি উত্তরসূরি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ক্ষমতাচ্যুত করতে ইসলামাবাদে ধারাবাহিক প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন। আগস্টে তার বিরুদ্ধে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগ আনে সরকার। নভেম্বরে তাকে হত্যার চেষ্টা ব্যর্থ হয় এবং তিনি আহত হন। ইমরান এ হামলার জন্য শরীফ ও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের দায়ী করেন এবং দেশে আগাম নির্বাচনের দাবি জানান।

শ্রীলঙ্কায় পারিবারিক শাসনের অবসান
বেশ কয়েক বছরের অব্যবস্থাপনা, দুর্নীতি, অদূরদর্শী নীতিনির্ধারণ ও সুশাসনের সামগ্রিক অভাবে বিদায়ী বছরে নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। করোনা মহামারির কারণে অর্থনৈতিক সংকট আরও তীব্র হয়। এই অর্থনৈতিক সংকট শ্রীলঙ্কায় ব্যাপক বিক্ষোভের জন্ম দেয়, যা তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিল। খাদ্য, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের তীব্র ঘাটতি সৃষ্টি হলে প্রতিবাদকারীরা গোতাবায়ার সরকারি বাসভবনে হামলা চালালে তিনি দেশ ছেড়ে চলে যান। এভাবে দেশটিতে প্রায় ২০ বছর ধরে ক্ষমতায় থাকা একটি পারিবারিক শাসনের অবসান ঘটে। বর্তমানে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ২০ জুলাই অনুষ্ঠিত সংসদীয় ভোটে জয়ী হওয়া রনিল বিক্রমাসিংহে।

/এএস

Header Ad
Header Ad

নির্বাচনে থাকছেনা পোস্টার, প্রার্থীর প্রচারে থাকবে কাপড়ের ব্যানার

ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা বদলে যাচ্ছে। প্রার্থীর প্রচারে পোস্টার ব্যবহার বাতিল করে শুধু কাপড়ের ব্যানার বহাল রাখা হচ্ছে। আচরণবিধিতে প্রথমবারের মতো যুক্ত করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার।

প্রস্তাবিত জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর খসড়ায় এসব বিধান রয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট সূত্র বলেছে, আগামী সংসদ নির্বাচন নতুন আচরণবিধিতে করতে চায় ইসি।

খসড়া অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচার আচরণবিধিতে যুক্ত হলে ডিজিটাল বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের অনলাইন প্রচার বন্ধ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে মানহানিকর প্রচার করলে ডিজিটাল বা সাইবার সুরক্ষা আইনের আওতায় শাস্তি হবে।

সূত্র জানায়, সম্প্রতি সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনাবিষয়ক কমিটি প্রস্তাবিত খসড়া নিয়ে একাধিক বৈঠক করেছে। গত ২৪ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার আচরণ বিধিমালায় যুক্ত করার ইঙ্গিত দিয়েছিলেন।

ইসি সূত্রে জানা গেছে, খসড়া আচরণ বিধিমালার নির্বাচনী প্রচারের অংশে বলা হয়েছে, কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে গণসংযোগ এবং ডিজিটাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচার ছাড়া অন্য কোনো প্রকার প্রচার শুরু করতে পারবেন না। ডিজিটাল বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ক্ষেত্রে প্রার্থী বা তাঁর এজেন্ট বা সংশ্লিষ্ট ব্যক্তির নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইল আইডি প্রচার শুরুর আগে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। ডিজিটাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারে ব্যক্তিগত চরিত্র হনন করে কোনো বক্তব্য বা বিবৃতি, কোনো ধরনের তিক্ত বা উসকানিমূলক বা মানহানিকর কিংবা লৈঙ্গিক, সাম্প্রদায়িকতা বা ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন কোনো বক্তব্য বা বিবৃতি দেওয়া, কনটেন্ট বানানো বা প্রচার করা যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে বিধি লঙ্ঘন করলে ডিজিটাল বা সাইবার সুরক্ষা আইনের আওতায় শাস্তি হবে।

জানা যায়, খসড়া আচরণ বিধিমালায় সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকায় উপদেষ্টা ও তাঁদের সমমর্যাদার ব্যক্তিদের যুক্ত করা হয়েছে। তাঁরা হলেন প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা, বিরোধীদলীয় উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী ও তাঁদের সমপদমর্যাদার কোনো ব্যক্তি সংসদ সদস্য এবং সিটি করপোরেশনের মেয়র, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যসহ সমপর্যায়ের ব্যক্তি। ফলে তাঁরা নির্বাচনের সময় সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের তহবিল থেকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অনুকূলে অনুদান ঘোষণা বা বরাদ্দ বা অর্থ অবমুক্ত করতে পারবেন না। সরকারি কর্মসূচির সঙ্গে নির্বাচনী কর্মসূচি বা কর্মকাণ্ডে যোগ দিতে পারবেন না।

আচরণ বিধিমালার খসড়ায় জাতীয় সংসদ ভেঙে যাওয়ার আগে ও পরের সময়কে তিন ভাগে ভাগ করা হয়েছে। খসড়ায় সংসদের মেয়াদ শেষ হওয়ার দিন থেকে তফসিল পর্যন্ত সময়কে ‘নির্বাচন-পূর্ব সময়’; তফসিল ঘোষণা থেকে ফলাফল গেজেট আকারে প্রকাশের সময়কে ‘নির্বাচনকালীন সময়’ এবং ফলাফলের গেজেট প্রকাশের পর থেকে ৪৫ দিন পর্যন্ত সময়কে ‘নির্বাচন-পরবর্তী সময়’ উল্লেখ করা হয়েছে।

২০০৮ সালে আচরণ বিধিমালা তৈরির সময় সংসদ ভেঙে যাওয়া থেকে নির্বাচনের পরবর্তী সময় পর্যন্ত পুরোটাকেই ‘নির্বাচন-পূর্ব সময়’ গণ্য করা হয়েছিল। তখন এই পুরো সময়েই আচরণ বিধিমালা কার্যকর থাকার বিধান ছিল। কিন্তু পরবর্তী সময়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনে সংবিধান সংশোধনের পর তৎকালীন ইসি নির্বাচন-পূর্ব সময়ের সংজ্ঞায় পরিবর্তন আনে। প্রস্তাবিত খসড়া আচরণ বিধিমালায় আগের নিয়ম বহাল রাখা হয়েছে।

খসড়ায় প্রচারে পোস্টার বাতিল করে ব্যানার শব্দ রাখা হয়েছে। ব্যানারের অর্থ বোঝানো হয়েছে কাপড়ের তৈরি প্রচারপত্র। প্রার্থীর নির্বাচনী প্রচারে ব্যবহৃত ব্যানার হবে সাদা-কালো ও আয়তন হবে অনধিক ৩ মিটার গুণ ১ মিটার। এতে শুধু প্রার্থীর ছবি ও প্রতীক ব্যবহার করা যাবে। তবে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হলে এর সঙ্গে দলীয় প্রধানের ছবি ব্যবহার করা যাবে। ব্যানারে কোনো অনুষ্ঠান, জনসভায় নেতৃত্বদান, প্রার্থনারত অবস্থার ছবি ব্যবহার করা যাবে না। প্রচারে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করা যাবে। তবে এসব প্রচারপত্রে পলিথিনের আবরণ বা প্লাস্টিক ব্যানার (পিবিসি ব্যানার) লেমিনেটিং ব্যবহার করা যাবে না। নির্বাচনী প্রচারে কোনো প্রকার স্থায়ী বা অস্থায়ী বিলবোর্ড ভূমি বা অন্য কোনো কাঠামো বা বৃক্ষ ইত্যাদিতে স্থাপন বা ব্যবহার করা যাবে না।

জনসভার দিন, সময় ও স্থানের বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে ন্যূনতম ৭২ ঘণ্টা আগে লিখিত অনুমতি নিতে হবে। জনসভার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে স্থান ও সময় সম্পর্কে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানাতে হবে। আগের আচরণবিধিতে শুধু ৪৮ ঘণ্টা আগে স্থান ও সময় সম্পর্কে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে জানানোর নিয়ম ছিল।

খসড়া আচরণ বিধিমালায় আচরণ বিধিমালা লঙ্ঘনের জন্য প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত হয়েছে। আরপিওতে এই ক্ষমতা ইসিকে দেওয়া হয়েছে। মাইক ব্যবহারের ক্ষেত্রে শব্দের মান ৬০ ডেসিবেল রাখার এবং বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সীমাবদ্ধ রাখার বিধান রাখা হয়েছে খসড়ায়। প্রার্থীকে প্রতি সাত দিন পর পর নির্বাচনী ব্যয়ের হিসাব রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়ার বিধান রাখা হয়েছে।

জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আনোয়ারা ইসলাম সরকার আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনী আচরণ বিধিমালায় কিছু সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত করা হয়নি। আচরণ বিধিমালা সংশোধন নিয়ে কাজ চলছে।

 

Header Ad
Header Ad

যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, বেঁচে নেই আরোহীদের কেউ  

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি বাড়ির ওপর ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। তবে বিমানটিতে কতজন আরোহী ছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবামাধ্যম বিবিসি।

প্রতিবেদন অনুযায়ী, প্লেনটি আইওয়া থেকে মিনেসোটার দিকে যাচ্ছিল। স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে এটি ব্রুকলিন পার্কের একটি বাড়িতে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও বাড়িটি পুরোপুরি পুড়ে যায়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। তদন্তকারীরা আজ রবিবার ঘটনাস্থলে যাবেন এবং বিমানের ধ্বংসাবশেষ পরীক্ষা করবেন।

ব্রুকলিন পার্কের ফায়ার চিফ শন কনওয়ে জানান, প্লেন বিধ্বস্ত হওয়ার পরেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন ও জরুরি সেবাদানকারীদের দ্রুত পদক্ষেপের জন্য গভর্নর টিম ওয়াল্টজ কৃতজ্ঞতা জানিয়েছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে একাধিক প্লেন দুর্ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ফেডারেল এভিয়েশন সংক্রান্ত বাজেট কাটছাঁট ও নিরাপত্তা কর্মী ছাঁটাইয়ের পেছনে দায়ী হতে পারে।

ব্রুকলিন পার্ক মিনেসোটার একটি শান্তিপূর্ণ উপশহর, যেখানে প্রায় ৮২ হাজার মানুষ বাস করেন। এই ঘটনায় স্থানীয়রা শোকস্তব্ধ।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে একদিন আগে ৪০ পরিবারের ঈদ উদযাপন  

ছবিঃ ঢাকাপ্রকাশ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ারে ঈদ-উল-ফিতর উদযাপন করেছেন ৪০টি পরিবার।

রবিবার (৩০ মার্চ) সকাল ৮ টায় উপজেলার লাউহাটী ইউনিয়নের শশীনাড়া গ্রামের স্থানীয় মসজিদের মাঠে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজ পড়ান হাফেজ এরশাদ হোসেন। তিনি জানান- ২০১২ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছে।
শশীনাড়া গ্রামের কিছু মুসুল্লি।

এরই ধারাবাহিকতায় রবিবার সকালে মসজিদের মাঠে ঈদের নামাজ আদায় করে ৪০টি পরিবারসহ আশাপাশের মুসল্লিরা। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নির্বাচনে থাকছেনা পোস্টার, প্রার্থীর প্রচারে থাকবে কাপড়ের ব্যানার
যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, বেঁচে নেই আরোহীদের কেউ  
টাঙ্গাইলে একদিন আগে ৪০ পরিবারের ঈদ উদযাপন  
সৌদির সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরে ১০ গ্রামে ঈদ উদযাপন  
ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ইমরান খান
চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল সৌদিতে ঈদ
ভারত-পাকিস্তানে ঈদের তারিখ ঘোষণার পর বাংলাদেশের বিষয়ে যা জানা গেল
দুপচাঁচিয়ায় শহীদ যুবদল নেতার পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার
ভারত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ঈদের তারিখ ঘোষণা
সৌদি আরব ঈদের তারিখ ঘোষণা করবে রাত ৯টার পর
রাজপথে নামার হুঁশিয়ারি দিলেন মির্জা ফখরুল
কারাবন্দিদের জন্য ঈদের বিশেষ আয়োজনে থাকছে ভালো খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান
চীনের সঙ্গে চট্টগ্রামের সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ
পদ্মা সেতুতে এক দিনে সোয়া ৪ কোটি টাকা টোল আদায়
ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনা নিয়ে পুতিনের সতর্কবার্তা
অস্ট্রেলিয়ায় ঈদ আগামী ৩১ মার্চ  
বাংলাদেশেও বড় ভূমিকম্পের শঙ্কা, ফায়ার সার্ভিসের বিশেষ সতর্কবার্তা
মেট্রোরেলে নেই চিরচেনা ভিড়, বন্ধ থাকবে ঈদের দিন