জি-২০ সম্মেলনের আগে বাইডেন-জিনপিংয়ের বৈঠক আজ
বিশ্বের দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আন্তর্জাতিক অঙ্গনের চর্চিত বিষয়। সম্প্রতি তাইওয়ানকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা তৈরি হয়। জি-২০ জোটের শীর্ষ সম্মেলনের আগেই আজ সোমবার (১৪ নভেম্বর) বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
সোমবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে। দীর্ঘ প্রতীক্ষিত এই বৈঠকে শীর্ষ এই দুই নেতা তাইওয়ান, ইউক্রেন এবং উত্তর কোরিয়ার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। এই একই বিষয়গুলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ছাড়াই মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলনেও আলোচিত হবে।
প্রেসিডেন্ট বাইডেন কম্বোডিয়ায় এশীয় নেতাদের বলেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সংঘাত এড়াতে মার্কিন যোগাযোগের চ্যানেল উন্মুক্ত থাকবে। এ ছাড়া সামনের দিনগুলোতে মুখোমুখি আলোচনাও প্রায় নিশ্চিত।
কম্বোডিয়ায় পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের ভাষণে তাইওয়ান প্রণালীতে শান্তির গুরুত্বের ওপর জোর দেন বাইডেন। তিনি বলেন, চীনের সঙ্গে ‘প্রবলভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে’ যুক্তরাষ্ট্র এবং ‘প্রতিযোগিতা যেন সংঘাতে রূপ না নেয় তা নিশ্চিত করা হবে’।
চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে যোগ দিতে রবিবার রাতে বাইডেন ইন্দোনেশিয়ার বালিতে পৌঁছেছেন।
২০২১ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর শি জিনপিংয়ের সঙ্গে পাঁচবার ফোন বা ভিডিও কলে কথা বলেছেন জো বাইডেন। আর শেষবার এই দুই নেতার সামনা-সামনি দেখা হয়েছিল ওবামার শাসনামলে। সেসময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন।
এসএন