নেপালে ৬.৬ মাত্রার ভূমিকম্প, নিহত ৬
নেপালে ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির ডোটি জেলায় ছয়জন নিহত হয়েছে এবং একাধিক বাড়ি ধসে পড়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। এর আগে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছিল, ভূমিকম্পটি ৫.৬ মাত্রার হতে পারে।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, নেপালের ডোটি জেলায় আঘাত হানা ভূমিকম্পে একটি বাড়ি ধসে পড়ার পরে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
এ ব্যাপারে ডোটির ডেপুটি পুলিশ সুপারিনটেনডেন্ট ভোলা ভাট্টা বলেছেন, ভূমিকম্পে আরও ৮টি বাড়ি ধসে পড়ে পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
এ প্রসঙ্গে নেপালের সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল বলেছেন, একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং ঘটনাস্থলের কাছাকাছি সুরখেত এবং নেপালগঞ্জ শহরে দুটি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল প্রতিবেশী ভারতের উত্তর প্রদেশ রাজ্যের পিলিভীট শহরের প্রায় ১৫৮ কিলোমিটার (৯৮ মাইল) উত্তর-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
এর আগে ২০১৫ সালে দেশটিতে দুটি বড় ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৯০০০ লোক মারা যায়। সেইসঙ্গে শহরের বাড়িঘর ধসে ব্যাপক ক্ষতি হয় এবং প্রাচীন মন্দিরগুলি ধ্বংস হয়ে যায়। যার ফলে অর্থনীতিতে ৬ বিলিয়ন ডলারের ক্ষতি হয়। এ সংকট উত্তরণে এখনও কাজ করে যাচ্ছে নেপাল সরকার।
এসআইএইচ