করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে একদিনে ২০২৫ জনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রে ২ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে। এদিন দেশটিতে করোনা শনাক্ত হয় ৮ লাখ ৪৯ হাজার ১৮১ জনের শরীরে, এনিয়ে সংক্রমণের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটিতে মোট সংক্রমণ ছাড়ালো ছয় কোটি। এদিকে,অমিক্রনের প্রভাবে দেশটিতে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে রয়টার্স।
ফ্রান্সে একদিনে রেকর্ড ৩ লাখ ২৮ হাজারের বেশি মানুষ নতুন করে করোনা শনাক্ত হয়েছেন। দেশটিতে শিক্ষা প্রতিষ্ঠানে সংক্রমণ ছড়িয়ে পড়ছে আশঙ্কাজনকভাবে। এছাড়া ইতালি, স্পেন ও আর্জেন্টিনাতেও একদিনে ১ লাখের বেশি করে মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন।
এদিকে, নানা বিধিনিষেধের পরও সংক্রমণ কমছেনা ভারতে। দিল্লিতে একদিনে ১৭ হাজারের বেশি মানুষ করোনা শনাক্ত হয়েছেন।
এছাড়া, ওয়ার্ল্ডমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে একদিনে আরো ২৬ লাখ ৯৫ হাজার মানুষ করোনা শনাক্ত হয়েছেন। একদিনে প্রাণ হারিয়েছেন ছয় হাজার ৩শ'র বেশি মানুষ। সারা বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ কোটি ৩৭ লাখ ৮১ হাজার ৫৬ জনে। আর বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৯৭ হাজার ৪৮ জনের। এছাড়া বিশ্বে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ৮২ লাখ ৩৫ হাজার ৯৪৮ জনে।
কেএফ/