ভারতে ২৪ ঘণ্টায় প্রায় ১ লাখ করোনা শনাক্ত
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০ হাজার ৯২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এক দিনের ব্যবধানে দেশটিতে শনাক্ত ৫৬ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এর আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছিল ৫৮ হাজার ৯৭ জনের। খবর এনডিটিভির
ভারতে মোট ২ হাজার ৬৩০ জনের অমিক্রন শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৭৯৭ জন মহারাষ্ট্রের। ৪৬৫ জনের অমিক্রন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দিল্লি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে শনাক্তের হার ৩ দশমিক ৪৭ এবং দৈনিক শনাক্ত বেড়ে এখন ৬ দশমিক ৪৩ শতাংশে গিয়ে ঠেকেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী শেষ ২৪ ঘণ্টায় করোনায় ৩২৫ জন মারা গেছেন। এর মধ্যে গত কয়েক মাসে কেরালার ২৫৮ মৃত্যু যোগ করা হয়েছে। কোভিডের সংক্রমণ এভাবে বাড়তে থাকায় দিল্লি ও মহারাষ্ট্রের মতো কিছু রাজ্যে রাত্রিকালীন কারফিউ ছাড়াও অন্যান্য বিধিনিষেধ নতুন করে জারি করা হয়েছে।
গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, বিশ্বজুড়ে অমিক্রনে আক্রান্ত বাড়ায় করোনার আরও ভয়াবহ নতুন ধরনের প্রাদুর্ভাব শুরুর ঝুঁকি তৈরি হয়েছে।
ডব্লিউএইচও বলছে, বিশ্বজুড়ে দাবানলের মতো অমিক্রন ছড়াচ্ছে। তবে অমিক্রনকে প্রথম দিকে যতটা ভয়াবহ মনে করা হয়েছিল, ধরনটি ততটা গুরুতর নয়।
ভারতে গত সোমবার থেকে ১৫-১৮ বছর বয়সীদের টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ১৪৭ কোটি ৬৭ লাখ ডোজ টিকা দেওয়ার কথা জানিয়েছে ভারত।
কেএফ/