বিশ্বে একদিনে রেকর্ড ২৫ লাখের বেশি করোনা শনাক্ত
দৈনিক করোনা শনাক্তে বিশ্বে আবারও রেকর্ড হয়েছে। বুধবার একদিনে ২৫ লাখের বেশি সংক্রমিত হয়েছে। এতে বিশ্বব্যাপী মোট শনাক্ত ছাড়িয়েছে ২৯ কোটি ৮১ লাখের বেশি।
মাঝে কিছুদিন করোনা সংক্রমণ পরিস্থিতি কিছুটা ভাল থাকলেও তা আবার অবনতির দিকেই যাচ্ছে। প্রতিদিনই অতীতের রেকর্ড ভেঙে করোনা শনাক্তের নতুন রেকর্ড হচ্ছে। ডেলটা ভ্যারিয়েন্টের দাপটের পর করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের সংক্রমণে ক্রমেই দিশেহারা হয়ে পড়ছে সারা বিশ্ব। করোনার বুস্টার ডোজ প্রদানও শুরু হয়েছে, তারপরও যেন কিছুতেই নিয়ন্ত্রণে আসতে চাইছে না করোনা সংক্রমণ। গেল কয়েকদিনে করোনা সংক্রমণের হার অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গেল ২৫৪ ঘন্টায় নতুন করে সারা বিশ্বে ২৫ লাখ ৩৪ হাজার ৪৭৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর সবশেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৭ হাজার ২০০ জনের।
রেকর্ড সংক্রমণে আবারও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে ৭ লাখের বেশি করোনা শনাক্ত হয়েছেন। একদিনে দেশটিতে প্রাণ হারিয়েছেন এক হাজার ৮শ'র বেশি মানুষ।
এদিকে, দৈনিক শনাক্তে রেকর্ড হয়েছে ফ্রান্সেও। একদিনে দেশটিতে ৩ লাখের বেশি মানুষ করোনা শনাক্ত হয়েছেন। সংক্রমণ বেড়েছে ইতালি ও স্পেনেও। ৯৫ হাজারের বেশি সংক্রমণ নিয়ে শনাক্তের রেকর্ড হয়েছে আর্জেন্টিনাতেও।
কয়েক মাসের মধ্যে রেকর্ড সংক্রমণ হয়েছে ভারতে। একদিনে দেশটিতে ৯০ হাজারের বেশি মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। যা আগের দিনের তুলনায় ৫৬ শতাংশ বেশি।
কেএফ/