পৃথিবীর দিকে ধেয়ে আসছে দৈত্যাকার গ্রহাণু
চলতি জানুয়ারি মাসেই পৃথিবীর দিকে ধেয়ে আসছে ১০টি নানা আকারের গ্রহাণু। গ্রহাণুগুলির গতি ট্র্যাক করছে জেট জেট প্রপালশন ল্যাবরেটরি।
জানা যাচ্ছে, এই ১০টি গ্রহাণুর মধ্যে বুধ, বৃহস্পতি ও শুক্রবার— পরপর তিনদিন তিনটি গ্রহাণু পৃথিবীর খুব কাছাকাছি এসে পড়বে। বুধবার যে গ্রহাণূ পৃথিবীর দিকে ধেয়ে আসছে তার নাম 22021 YQ, আকারে এটি সবচেয়ে বড়, চওড়ায় ৪৯-১১০ মিটার। ঠিক ১০০ বছর আগে, ১৯২৩-এ এই গ্রহাণুটি পৃথিবীর এত কাছে এসেছিল।বুধবার পৃথিবীর কাছে আসার সময় এই বিশালাকায় গ্রহাণূর গতিবেগ হবে ঘণ্টায় ৫২ হাজার ৮৪৮ কিলোমিটার।
জ্যোতির্বিজ্ঞানীদের কাছে গ্রহাণুগুলি ‘নিয়ার-আর্থ অবজেক্টস্' বা এনইও। এদের সংখ্যা অগুনিত। নাসা এখনও পর্যন্ত এমন ২৬ হাজার এনইও-র হদিশ পেয়েছে, এদের মধ্যে অন্তত এক হাজারটি আগামী দিনে পৃথিবীর পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে দাবি নাসার।
এই গ্রহাণুগুলির কোনওটিই মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে থাকা গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্টারয়েড বেল্ট থেকে আসছে না। এরা সকলেই আসছে পৃথিবীর খুব কাছ থেকে।