পারমাণবিক যুদ্ধ এড়াতে সম্মত সামরিক শক্তিধর ৫ দেশ
পারমাণবিক যুদ্ধ এড়াতে সম্মত হয়েছে সামরিক শক্তিতে এগিয়ে থাকা বিশ্বের পাঁচ দেশ। প্রথমবারের মতো এমন এক চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স। খবর দ্যা গার্ডিয়ানের।
নিরাপত্তা পরিষদের স্থায়ী এই সদস্য দেশগুলো পি ফাইভ বা এন ফাইভ নামেও পরিচিত। রাশিয়া ও চীনের সঙ্গে পশ্চিমা দেশগুলোর চলমান উত্তেজনার মধ্যেই বিশ্ব নিরাপত্তা সংশ্লিষ্ট এমন একটি বার্তা এলো।
কয়েকদিন ধরেই ইউক্রেনে রাশিয়ার হামলা ও তাইওয়ানে চীনের সামরিক উপস্থিতির মত বিষয়গুলোতে উত্তাল হয়ে আছে বিশ্ব রাজনীতি। তবে এই সম্মিলিত বার্তায় দেশগুলো যেকোন ধরনের বিরোধ ও সেখান থেকে পারমাণবিক যুদ্ধ শুরুর মতো বিষয়গুলো এড়াতে তাদের প্রুতিশ্রুতি পুর্নব্যক্ত করল।
পারমাণবিক যুদ্ধে কোন দেশই জয়ী হতে পারবে না- তাই এমন যুদ্ধে জড়িয়ে না পড়ার জন্য সম্মত হয়েছে সামরিক শক্তিতে এগিয়ে থাকা বিশ্বের এই পাঁচ দেশ। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, বেশ কয়েকমাস ধরেই এসব বিষয় নিয়ে পি ফাইভ দেশগুলোর আলোচনা চলছিল। তিনি আরও যোগ করেন, আমরা ঝুঁকিগুলি নিয়ে ভেবেছি। বিশেষত এই কঠিন পরিস্থিতিতে এমন একটি সিদ্ধান্তে আসতে পেরেছি।'
তবে ইসরাইল, ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া তাদের কাছে মজুদ পারমাণবিক অস্ত্র কমাবে কিনা সে বিষয়ে কোন প্রতিক্রিয়া দেখায়নি। এদিকে, ২০১৫ সালের পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি ভেঙ্গে ইরান নিজেদের পারমাণবিক অস্ত্র বৃদ্ধির ফলে ঝুঁকির মধ্যে পড়েছে মধ্যপ্রাচ্যে।
তবে সোমবারের (৩ জানুয়ারি) এই যৌথ বিবৃতির পর চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা জাওসু এ পদক্ষেপের প্রশংসা করে বলেছেন, এটি একটি 'ইতিবাচ ও গুরুত্বপূর্ণ' সিদ্ধান্ত। এর ফলে প্রধান শক্তিধর দেশগুলো প্রতিযোগীতার পরিবর্তে একে অপরের ওপর আস্থা রাখতে পারবে।
কেএফ/