লাদাখের গালওয়ানে চীনের পতাকা নিয়ে ফের বিতর্ক
ভারত-চীন সীমান্তে গালওয়ান উপত্যকায় জাতীয় পতাকা উত্তোলন করেছে চীনের সেনাসদস্যরা। দেশটির সরকারি একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এ সম্পর্কিত একটি ভিডিও ছড়িয়ে পড়ায় তা নিয়ে বিতর্ক শুরু হয়।
যদিও ভারতীয় সেনা সূত্রের বরাতে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, যে এলাকায় চীনা সেনাসদস্যরা পতাকা তুলেছে, তা বিতর্কিত এলাকা থেকে অনেকটাই দূরে। তবে ভিডিও দেখে বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সংঘাতপূর্ণ ওই অঞ্চলেই পতাকা তোলা হয়েছে।
চীনের ওই সরকারি টুইটার অ্যাকাউন্টে বলা হয়, ‘২০২২ নববর্ষে গালওয়ানে চীনের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এটি বিশেষ, কারণ এই পতাকা তোলা হয়েছিল তিয়েনানমেন স্কয়ারে।’
ছবিতে দেখা গেছে, চীনের একটি পতাকা একটি আংশিক বরফে ঢাকা পাহাড়ি এলাকায় তোলা হয়েছে। পাশে চীনের সশস্ত্র বাহিনীর সদস্যরাও রয়েছেন।
চীনের পতাকা তোলার ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে ভারতে। সোমবার (৩ জানুয়ারি) ওই ভিডিও দেখিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জবাব চেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
২০২০ সালের জুন মাসে লাদাখের গালওয়ানে মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়েছিল ভারত ও চীনের সেনারা। দুই পক্ষের হাতাহাতিতে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজন ভারতীয় সেনা সদস্যের। চীনের সেনা অফিসারের মৃত্যুর খবরও শোনা গেছিল। যার জেরে দুই দেশের মধ্যে দীর্ঘদিন স্ট্যান্ডঅফ চলে। দুই দেশের সেনা ওই অঞ্চলে মুখোমুখি অবস্থান করতে শুরু করে। পরে একাধিক বৈঠকের পর দুই দেশ সেনাসদস্যদের সরাতে সম্মত হয়।
গালওয়ান নিয়ে ভারত ও চীনের মধ্যে বিতর্ক দীর্ঘদিনের। গালওয়ানে ভারতীয় ভূখণ্ডের বেশ কিছু অঞ্চল চীন দখল করে রেখেছে বলে ভারতের দাবি। যা নিয়ে ২০২০ সালে সংঘাত হয়। এরপর একাধিক বৈঠক হয় দুই দেশের সেনা পর্যায়ে। কিন্তু সমস্যার সমাধান হয়নি। শেষপর্যন্ত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। তারপর ঠিক হয়, সংঘাতের অঞ্চল থেকে দুই দেশে দুই কিলোমিটার করে পিছিয়ে যাবে।
এসএ/