দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে অগ্নিকাণ্ড, আটক ১
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পার্লামেন্ট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খবর বিবিসির।
আটক ব্যক্তির বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাংচুর ও চুরির অভিযোগ আনা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতে তোলা হবে বলেও জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় রোববার সকালে ভবনটিতে আগুন লাগে। দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। কয়েক ডজন দমকলকর্মী ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ ঘটনাকে 'ভয়ানক এবং বিধ্বংসী' বলেছেন, সেই সঙ্গে পর্লামেন্টের নিয়মিত কাজ চালিয়ে যাবার অঙ্গিকার করেছেন।
ভিডিও ফুটেজে দেখা গেছে, কেপটাউন শহরে অবস্থিত পার্লামেন্ট ভবনের আশপাশ কালো ধোঁয়ায় ভরে গেছে, ভবনের ছাদ থেকে বিশাল অগ্নিশিখা বের হচ্ছে। আগুন লাগার কয়েক ঘণ্টা পরেও পার্লামেন্ট ভবন ও এর আশপাশের ভবন থেকে ঘন ধোঁয়া বের হচ্ছিল।
কেএফ/