রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

পরাশক্তি হওয়ার পথে চীন

ভেঙে পড়ছে মার্কিন সাম্রাজ্য!

তাইওয়ানকে কেন্দ্র করে দুই পরাশক্তি চীন-যুক্তরাষ্ট্রের উত্তেজনা বেড়েই চলেছে। কেউ কেউ শীতল যুদ্ধের সূত্রপাত হচ্ছে বলেও অনুমান করছেন। ইতিহাসবিদ আলফ্রেড ম্যাকয়ের মতে, অদূর ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তাইওয়ানকে কেন্দ্র করে যুদ্ধ সংগঠিত হতে পারে। তবে চীন যেখানে পরাশক্তি হওয়ার পথে দ্রুতগতিতে এগিয়ে চলেছে, সেখানে মার্কিন আধিপত্য ক্রমেই ক্ষয়প্রাপ্ত হচ্ছে।

দুই দেশের উত্তেজনা নিরসনে গত ১৬ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে বন্ধুত্বপূর্ণ আলোচনা হলেও বাইডেনকে সতর্ক করে শি জিনপিং বলেন, তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করা হবে ‘আগুন নিয়ে খেলা’। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার ভার্চুয়াল সাক্ষাতে শি জিনপিংকে তাইওয়ান ইস্যুতে সংঘর্ষে না জড়ানোর আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জলবায়ু ইস্যুর জরুরি পরিস্থিতি মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে কাজ করার পরিকল্পনা ঘোষণা করার কয়েকদিন পরেই এই বৈঠক হয়।

চীনের উত্থান মোকাবেলা করতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন জোট গঠনের সমালোচনা করেন শি জিনপিং। তিনি আরও বলেন, বিশ্বকে বিভক্ত করলে অবশ্যই বিশ্বে বিপর্যয় আসবে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র চীনের মানবাধিকার রেকর্ড প্রকাশ করে। যেখানে চীনের ভারসাম্যহীন বাণিজ্য ও অর্থনৈতিক নীতি বর্ণনা করা হয়েছে। বৈঠকে চীনা প্রেসিডেন্ট এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

দীর্ঘ সাক্ষাতে জো বাইডেন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বার বার প্রকাশ করতে চাইলেও তাইওয়ানের প্রসঙ্গটি এড়াতে পারেননি। যা বর্তমানে সবচেয়ে উদ্বেগের বিষয়গুলোর মধ্যে অন্যতম। চীন তাদের একটি বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রদেশ হিসেবে তাইওয়ানকে মূল্যায়ন করে। যা কোনো একদিন মূলভূমির সঙ্গে ঐকীভূত হবে বলে চীনের বিশ্বাস।

আবার বাইডেন তাইওয়ানের স্বাধীনতা অর্জনে যে কোনো সহায়তার আশ্বাস দিয়েছেন। যা চীন-যুক্তরাষ্ট্রকে বৈরি সম্পর্কের দিকে ধাবিত করছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, তাইওয়ান ইস্যুতে পেন্টাগন মার্কিন-চীনের মধ্যে এক ধরনের যুদ্ধ-যুদ্ধ খেলায় রয়েছে। পররাষ্ট্র খাতের শেষ ১৮টি প্রতিযোগিতার সবগুলোতেই মার্কিন যুক্তরাষ্ট্র হেরেছে।

চীনের কাছে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল রয়েছে। আর তাইওয়ানের অবস্থান চীনের পাশেই। যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালীতে বিমানবাহী রণতরী স্থানান্তর করে, চীন সেই বিমানবাহী রণতরীগুলো ধ্বংস করতে পারে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র-চীন যুদ্ধের শঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। যদি সেই সংঘাতের উদ্ভব হয়, তাহলে যুক্তরাষ্ট্রকে এমন একটি যুদ্ধ লড়তে হবে, যা হারার সম্ভাবনাই বেশি।

ম্যাকয় বলেন, একটি গভীর ভূরাজনৈতিক লড়াই চলছে। বিগত পাঁচ দশকে, বিশ্বের প্রায় সব পরাশক্তি একইভাবে আধিপত্য বিস্তার করেছে। পর্তুগাল থেকে হল্যান্ড, ব্রিটেন থেকে যুক্তরাষ্ট্র এবং এখন চীন এই আধিপত্যের খেলায় নাম লিখিয়েছে, যেখানে বিশ্বের মোট জনসংখ্যার ৭০ শতাংশের আবাসস্থল।

মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন ২০১৪ সালের মধ্যে চার ট্রিলিয়ন ডলারের বাণিজ্য করেছে। চীন এই বিশাল অবকাঠামোতে ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। রেল, রাস্তা এবং গ্যাস পাইপলাইনের ইস্পাত গ্রিড স্থাপন করে বিশাল ইউরেশীয় ল্যান্ডমাসকে যুক্ত করেছে। যেখানে বাণিজ্য ও শক্তি বেইজিংয়ের দিকে প্রবাহিত হতে চলেছে।

মার্কিন-রুশ কথিত ঠান্ডা যুদ্ধের সময় পশ্চিম ইউরোপে ন্যাটো জোট গঠন এবং জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন ও অস্ট্রেলিয়ার সঙ্গে চারটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে ইউরেশিয়ার ওপর আধিপত্য বিস্তার করে মার্কিন যুক্তরাষ্ট্র। আধিপত্য বিস্তারের জন্য ইস্পাত, বিমানবাহী রণতরী, জেট, যুদ্ধ বোমারু বিমানের ব্যান্ড দিয়ে ইউরেশিয়াকে আবদ্ধ করা হয়। ইউরেশীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের এ ভূরাজনৈতিক আধিপত্য ভাঙার চেষ্টা করছে চীন। বর্তমানে চীন ইউরেশীয় ল্যান্ডমাস ও আফ্রিকার উপকূলে ৪০টি বন্দর তৈরি করেছে।

যুক্তরাষ্ট্র ও চীন অর্থনৈতিকভাবে একে অন্যের ওপর নির্ভরশীল। এ দুই দেশ বিশ্ব বাণিজ্যের প্রায় ৪০ শতাংশ একসঙ্গে করে। তাদের পৃথক হওয়ার কোনো সুযোগও নেই। চীন অর্থনৈতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানির ওপর নির্ভরশীল। চীনের রফতানি আয়ের মূল উৎস মার্কিন যুক্তরাষ্ট্র। একইসঙ্গে চীনের উৎপাদিত পণ্যের ওপর মার্কিন ভোক্তাগোষ্ঠী অনেকাংশে নির্ভরশীল।

অন্যদিকে মার্কিন-চীনের মধ্যে বিদ্যমান বাণিজ্য প্রতিযোগিতাও অসম। চীন অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে চাচ্ছে। আন্তর্জাতিক অ্যাকাউন্টিং সংস্থা প্রাইস ওয়াটারহাউস কুপার্সের মতে, এই দশকের শেষ নাগাদ চীনের অর্থনীতি মার্কিন অর্থনীতির চেয়ে কমপক্ষে ৫০ শতাংশ বড় হতে চলেছে। চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতে বাণিজ্যিক সম্পর্ক না রাখলেও বিশ্ববাজারে টিকে থাকতে পারবে। কারণ চীন দিনে দিনে অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী হয়ে উঠেছে।
সেই অর্থনৈতিক শক্তির কারণে চীন তার সামরিক ক্ষেত্রগুলোকে অনেক সম্প্রসারিত করছে। সামরিক ক্ষেপণাস্ত্র, বিশেষত অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে রয়েছে চীন।

মার্কিন ইতিহাসবিদ ম্যাকয় বলেন, ‘গত ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সিংহভাগ করা হয়েছে বৃহত্তর মধ্যপ্রাচ্যে। এর কৌশলগত কারণ ছিল–মধ্যপ্রাচ্যের তেলকে সুরক্ষিত রাখা। একটি পণ্য সুরক্ষিত করতে ৮ থেকে ১০ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করেছি, যা ইতিহাসের ডাস্টবিনে চলে যাচ্ছে।’ এটিকে একটি ব্যর্থ কৌশল ছিল বলে মনে করেন সমালোচকরা।

মানুষ নৌবাহিনীকে কেবল যুদ্ধক্ষেত্রেই প্রয়োজন বলে ধারণা পোষণ করে; কিন্তু যুদ্ধ ছাড়াও নৌবাহিনীর বিশেষ দায়িত্ব পালন করতে হয়। একটি ক্রমবর্ধমান বৈশ্বিক আধিপত্যে মহাসাগরগুলো সুরক্ষিত রাখতে টহল বাড়ানো জরুরি। কারণ খনিজসম্পদ ও মৎস্যসম্পদকে সুরক্ষিত রাখতে সব দেশেরই সামুদ্রিক টহল জোরদার করা প্রয়োজন। যেদিক থেকে চীনের চিন্তা সুদূরপ্রসারী। চীন আকাশ ও সমুদ্র সীমানায় অবিরাম টহলদারি করছে। দক্ষিণ চীন সাগরের স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে সাতটি দ্বীপ ঘাঁটি তৈরি করছে চীন। এটি একটি সাম্রাজ্যবাদী খেলার অংশ। যা চীন পাঁচশ বছর ধরে সফলভাবে খেলে আসছে।

বিশ্ব নেতা হওয়ার পথে চীন

বিশ্বে এখন পর্যন্ত এক নম্বর অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে চীন দ্রুতগতিতে এ ভূমিকায় চলে আসতে চায়। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এরইমধ্যে পরাশক্তি হয়ে ওঠার লক্ষ্য নির্ধারণ করেছেন।

প্রচলিত ধারণা রয়েছে–চীন শুধু আঞ্চলিকভাবে নিজেদের প্রভাব বৃদ্ধি করতে চায় এবং সে ক্ষেত্রে এসব অঞ্চলে যুক্তরাষ্ট্রের আধিপত্য কিছুটা হ্রাস পাবে। যেখানে বিশ্বের এক নম্বর শক্তি হয়ে ওঠার কোনো লক্ষ্য ছিল না চীনের। তবে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্বের জায়গা নিতে চীন প্রতিযোগিতায় নামতে যাচ্ছে–এমন লক্ষণ ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। বিশ্বে আধিপত্য বিস্তারের লক্ষ্য নিয়েই চীনের বর্তমান সব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে প্রথম ঘোষণাটি আসে ২০১৭ সালে। সে সময় তিনি বলেন, চীন একটি ‘নতুন যুগে’ প্রবেশ করেছে এবং তারা অবশ্যই ‘বিশ্বে একটি কেন্দ্রীয় ভূমিকায় থাকবে’। এর দুই বছর পর ওয়াশিংটনের সাথে বেইজিংয়ের নাজুক সম্পর্ক বোঝাতে প্রেসিডেন্ট শি ‘নিউ লং মার্চ’ আইডিয়াকে ব্যবহার করেন।

২০১৪ থেকে ২০১৮ সাল–এ চার বছরের মধ্যে জার্মানি, ভারত, স্পেন ও ব্রিটেনের সম্মিলিত সংখ্যার চেয়েও বেশি জাহাজ সমুদ্রে ভাসিয়েছে চীন। এ ছাড়া ভবিষ্যতে অর্থনৈতিক ও সামরিক শক্তিতে নিজেদের অগ্রাধিকার ধরে রাখতে উচ্চ প্রযুক্তি শিল্পে আধিপত্য বিস্তারের লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি। উপকূলবর্তী গুরুত্বপূর্ণ নৌপথগুলো নিয়ন্ত্রণ করতেও নানা কর্মসূচি গ্রহণ করেছে তারা। এশিয়া-ভূমধ্যসাগরসহ অন্যান্য অঞ্চলেও অর্থনৈতিক প্রভাব বিস্তারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বেইজিং।

নতুন প্রচলিত ধারণা অনুযায়ী, প্রথমে আঞ্চলিক পর্যায়ে আধিপত্য স্থাপনের পর বৈশ্বিকভাবে প্রভাবশালী হয়ে ওঠার চেষ্টা করতে হবে চীনকে। তবে এই আধিপত্য স্থাপনের অর্থ কোনো দেশকে জোরপূর্বক দখল নয়।

প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কার্যকর ভেটো দেওয়ারও অধিকার অর্জন করতে হবে। এ ছাড়া অঞ্চলটিতে থাকা মার্কিন মিত্র জোটের মধ্যে ভাঙন সৃষ্টি করতে হবে ও চীনের উপকূল থেকে মার্কিন সামরিক শক্তিকে ফেরত পাঠাতে হবে। তাইওয়ান বা হংকং প্রশ্নে এ বিষয়টিই সামনে এসেছে। আর এ ক্ষেত্রে কার্যত মার্কিন আধিপত্য প্রশ্নের মুখেই পড়েছে। ভেঙে পড়ছে মার্কিন আধিপত্য। যেখানে চীন এক নম্বর শক্তি হওয়ার পথে দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে।

/টিটি/এসএ/

Header Ad
Header Ad

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার দিলেন ছাত্রদল নেতা

ছবি: সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহারের মাধ্যমে বরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল। ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

রোববার (২৭ এপ্রিল) সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সাক্ষাৎকার দিতে আসা শিক্ষার্থীদের মাঝে নোটবুক, কলম, পানি, বিস্কুট, সেলাইন এবং প্রাথমিক চিকিৎসাসেবা ও মেডিসিন সরবরাহ করা হয়। পাশাপাশি অভিভাবকদের বিশ্রামের জন্য চেয়ারের ব্যবস্থা এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়।

এ সময় নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক ও আকিব জাবেদ রাফি, সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সেকান্দার, গণসংযোগ বিষয়ক সম্পাদক মানিউল আলম পাঠান শান্ত, সদস্য ইমদাদুল হক ও হাসিবুর রহমান সাকিব, মহসিন হল শাখার দপ্তর সম্পাদক মোঃ আবুজার গিফারী ইফাত, সহ ছাত্রী বিষয়ক সম্পাদক রায়হানা পারভীন, সহ-আইন সম্পাদক সাফওয়ান হাসান তামিম, কর্মী কাজী আবির, আব্দুল্লাহ অনন্ত, লুৎফুর কবির রানা, ক্রীড়া সম্পাদক (জসীমউদ্দিন হল শাখা) আব্দুল ওহেদ, কর্মী মাসুম বিন বশির এবং নাঈম চৌধুরী।

ছাত্রদল নেতারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সফলতা কামনা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

Header Ad
Header Ad

দুর্নীতির অভিযোগ তুলে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি

উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহান বেগম। ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগ তুলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। একইসঙ্গে তাদের দুই সহকারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি, পদোন্নতি, পদায়ন ও টেন্ডার সংক্রান্ত তদবির বাণিজ্যে লিপ্ত ছিলেন এই দুই উপদেষ্টার সহকারীরা। অভিযোগ রয়েছে, মোয়াজ্জেম হোসেন প্রায় ৪ শত কোটি টাকা আয় করেছেন। একই ধরনের অভিযোগ রয়েছে স্বাস্থ্য উপদেষ্টার পিও তুহিন ফারাবী ও ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধেও।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযুক্তদের পেছনে উর্ধ্বতন কর্মকর্তাদের আশ্রয়-প্রশ্রয় ছিল বলেই তারা এতদূর যেতে পেরেছে। ফলে প্রশ্ন উঠেছে—তাদের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা কি দায় এড়াতে পারেন?

সংগঠনটি বলেছে, নৈতিক দায়বদ্ধতা ও জনমনে স্বচ্ছতা ফিরিয়ে আনতেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নূরজাহান বেগমের পদত্যাগ করা উচিত। পাশাপাশি দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এদিকে, দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক ইতোমধ্যে মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। গত বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টার পিও তুহিন ফারাবীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

Header Ad
Header Ad

নওগাঁয় গ্রাহকের আমানতের টাকা ফেরত না দেওয়ায় জাতীয় পার্টি’র নেতাকে গণধোলাই

ছবি : ঢাকাপ্রকাশ

নওগাঁর মান্দায় সোনালী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি’র সভাপতি ও জাতীয় পার্টি’র নেতা আব্দুল মান্নানকে গণধোলাই এর শিকার হয়েছেন। রবিবার (২৭ এপ্রিল) সকালে তাকে গণধোলাই দিয়ে সতীহাট কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় আটকে রাখেন বিক্ষুব্ধ গ্রাহকরা। মান্নান উপজেলার মৈনম ইউনিয়নের দূর্গাপুর গ্রামের বাসিন্দা এবং মান্দা উপজেলা জাতীয়পার্টির সাবেক সাধারণ সম্পাদক।

গ্রাহকদের অভিযোগ, বেশি মুনাফার লোভ দেখিয়ে এফডিআরের নামে আমানত সংগ্রহ করেন আব্দুল মান্নান ও ওই সমবায় সমিতির সম্পাদক শাহিন আক্তার মিঠু। শুরুর দিকে মুনাফার টাকা দিলেও বেশ কিছুদিন টালবাহানা করেন তারা। এ অবস্থায় আমানতের টাকা ফেরতের জন্য চাপ দিলে সমিতির সাইনবোর্ড গুটিয়ে নিয়ে সটকে পড়ার পাঁয়তারা করেন তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনালী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক লাখপতি অফারে আমানতের নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে দুই কোটি ৩৭ লাখ টাকা সংগ্রহ করেন। প্রত্যেক মাসে এক লাখ টাকায় দুই হাজার টাকা করে মুনাফা দেওয়ার চুক্তি ছিল। প্রথমদিকে সঠিকভাবে মুনাফার টাকা পরিশোধ করা হলেও গত ছয় মাস ধরে টালবাহানা শুরু করেন তারা।

গ্রাহক ফারমিন আক্তার বলেন, ‘বেশি মুনাফার লোভ দেখিয়ে ওই সংস্থার সভাপতি আব্দুল মান্নান আমার কাছ থেকে ছয় লাখ টাকা নেয়। গত দেড় বছর ধরে মুনাফা দিচ্ছেন না। আমানতের টাকা ফেরত দিতেও টালবাহানা করছে তিনি।’

আরেক গ্রাহক মোহাম্মদ আলী বলেন, ‘এক লাখ টাকায় মাসিক দুই হাজার টাকা মুনাফা দেওয়ার অঙ্গীকারে আমার কাছ থেকে ছয় লাখ টাকা হাতিয়ে নেয়।
সঠিকভাবে কয়েক মাস মুনাফা পেয়েছি। বর্তমানে সংস্থার লোকজন কার্যক্রম গুটিয়ে আত্মগোপনে আছেন। রবিবার সকালে আব্দুল মান্নানকে পেয়ে গ্রাহকরা আটকিয়ে গণধোলাই দেয়।’

সংস্থার সভাপতি আব্দুল মান্নান বলেন, গ্রাহকের কাছ থেকে নেওয়া টাকা মাঠেই পড়ে আছে। যারা সংস্থার কাছ থেকে ঋণ নিয়েছেন বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা টাকা ফেরত দিচ্ছে না। মাঠ থেকে টাকা উঠানোর চেষ্টা করা হচ্ছে। টাকাগুলো উঠে এলেই গ্রাহকের আমানতের টাকা ফেরত দেওয়া হবে।

স্থানীয় গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল ঢাকাপ্রকাশকে বলেন, ‘বেশ কিছুদিন ধরে গ্রাহকরা আমানতের টাকা ফেরতের জন্য আমার কাছে অভিযোগ দিয়ে আসছিল। পর্যায়ক্রমে টাকা ফেরতের অঙ্গীকারও করেছিলেন সংস্থার সভাপতি ও জাতীয় পার্টির নেতা। এ অবস্থায় আজ তাকে ধরে গণধোলাই দেয় গ্রাহকরা।’

মান্দা উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রশীদ বলেন, ‘বেশ কিছুদিন ধরে সোনালী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কার্যক্রম বন্ধ রয়েছে। এ অবস্থায় গ্রাহকের টাকা আটকে রাখা সঠিক হয়নি। আমানতের টাকা ফেরত পাওয়া গ্রাহকের ন্যায্য অধিকার।’

এ প্রসঙ্গে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। তবে,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার দিলেন ছাত্রদল নেতা
দুর্নীতির অভিযোগ তুলে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি
নওগাঁয় গ্রাহকের আমানতের টাকা ফেরত না দেওয়ায় জাতীয় পার্টি’র নেতাকে গণধোলাই
পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির
এসআই নিয়োগের ফলাফল প্রকাশ, ৫৯৯ জনকে প্রাথমিক সুপারিশ
হাকিমপুরে গরীবের চাল ছাত্রলীগ নেতার গুদামে
চুরির অভিযোগে কুবির দুই শিক্ষার্থী বহিষ্কার
ভারত-পাকিস্তান ইস্যুতে আগবাড়িয়ে কিছু করার পক্ষে নয় ঢাকা
সাব-ইন্সপেক্টর পদে প্রাথমিক সুপারিশ পেল ৫৯৯ জন
দুই উপদেষ্টার এপিএস-পিও’র দুর্নীতির খোঁজে গোয়েন্দা কার্যক্রম শুরু
নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত
কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলম গ্রেপ্তার
ভারতের দিকে তাক করা পাকিস্তানের ১৩০ পারমাণবিক বোমা
চার ম্যাচের নিষেধাজ্ঞায় তাওহিদ হৃদয়, বাড়ছে নাটকের রঙ
উত্তেজনার মধ্যেই যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত
ছেলে খুঁজে পাচ্ছি না, একজন জীবনসঙ্গী দরকার: মিলা
টাঙ্গাইলে শ্রমিকদলের নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধে ভারতের ১.১৪ বিলিয়ন ডলার ক্ষতির শঙ্কা
দেশের পথে প্রধান উপদেষ্টা
রাজনীতির চেয়ারে ঘুণপোকা ধরেছে, এটি সংস্কার করা প্রয়োজন: ব্যারিস্টার ফুয়াদ