যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে তিন শিক্ষার্থী নিহত
ছবি- সংগৃহীত
যুক্তরাষ্ট্রের একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে তিন শিক্ষার্থী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও আটজন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের অক্সফোর্ড এলাকার একটি স্কুলে এ হামলা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
দেশটির পুলিশ জানায়, নিহতদের মধ্যে দুই ছাত্রী ও এক ছাত্র রয়েছে। তাদের বয়স ১৪ থেকে ১৭ বছর পর্যন্ত। আহতদের মধ্যে দুজনের অস্ত্রোপচার চলছে। এ ছাড়া বাকি ছয়জনের অবস্থা স্থিতিশীল।
১৫ বছর বয়সি বন্দুকধারী একটি সেমি অটোমেটিক হ্যান্ডগান দিয়ে সাত রাউন্ড গুলি ছুঁড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পাঁচ মিনিট পর আত্মসমর্পণ করে বন্দুকধারী। বন্দুকধারী ওই স্কুলের দ্বিতীয় বর্ষের ছাত্র। তবে গুলিবর্ষণকারীর উদ্দেশ্য এখনও জানা যায়নি। ওই শিক্ষার্থীকে তার বাবা-মা পুলিশের সঙ্গে কথা বলতে নিষেধ করায় তার কাছ থেকে কোনো তথ্য পায়নি পুলিশ। বন্দুকধারীর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।
শিক্ষার্থী নিরাপত্তার কথা বিবেচনা করে এ ঘটনার পর ওই এলাকার সব স্কুল এ সপ্তাহের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
এসআইএইচ/এসএন