ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনি কিশোর নিহত
অধিকৃত পশ্চিম তীরের উত্তরে জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে ইসরায়েলি সেনাবাহিনী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে। এসময় এক শীর্ষস্থানীয় ইসলামি জিহাদ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার (১ আগস্ট) গভীর রাতে ক্যাম্পে ইসরায়েলি সেনাবাহিনী এবং ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে গোলাগুলি শুরু হলে ১৭ বছর বয়সী দিরার আল-কাফরিনি নামের ওই যুবক নিহত হয়। খবর আল-জাজিরার।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল-কাফরিনিকে রাত ১১টার (স্থানীয় সময়) ঠিক আগে জেনিন পাবলিক হাসপাতালে আনা হয়। কিন্তু আগেই তার মৃত্যু হয়।
মন্ত্রণালয় আরও জানায়, এসময় আরেক ফিলিস্তিনিকে পায়ে গুলি করা হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযানে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের (পিআইজে) সিনিয়র নেতা বাসাম আল-সাদিকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে তার জামাতা আশরাফ আল-জাদাকেও গ্রেপ্তার করা হয়।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে গ্রেপ্তারের পর আল-সাদির বাড়ির মেঝেতে রক্তের চিহ্ন দেখা গেছে। তার পরিবার এবং ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, গ্রেপ্তারের সময় ইসরায়েলি সেনাবাহিনী আল-সাদি এবং তার স্ত্রীকে আক্রমণ করেছিল। আল-সাদির স্ত্রী নাওয়াল আহত হওয়ার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরএ/