চা দিয়ে তেলের ঋণ পরিশোধ
চা পাতা পাঠিয়ে ইরানের থেকে আমদানি করা তেলের বকেয়া ঋণ পরিশোধ করার পরিকল্পনা করেছে শ্রীলঙ্কা। চার বছরে ২৫ কোটি ১০ লাখ ডলারের ওই পাওনা মেটাতে প্রতি মাসে ৫০ লাখ ডলারের চা পাঠানোর পরিকল্পনা দেশটির। শ্রীলঙ্কার বৃক্ষায়ন মন্ত্রী রমেশ পাথিরানা এ কথা জানান। খবর বিবিসির।
কিছুদিন ধরেই বৈদেশিক ঋণ এবং বৈদেশিক মুদ্রার সংকটের সম্মুখীন হয়েছে শ্রীলঙ্কা। করোনা মহামারির কারণে পর্যটনশিল্পে ক্ষতি হওয়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। দেশটির চা বোর্ডের একজন সদস্য জানান, বৈদেশিক ঋণ মেটানোর জন্য এই প্রথম চা বিক্রি করা হচ্ছে।
রমেশ পাথিরানা জানান, তারা আগামী জানুয়ারি থেকে ইরানে চা পাঠানো শুরু করতে চান। প্রতি মাসে ৫০ লাখ ডলারের চা পাঠানো হবে। তবে এভাবে চললে চার বছর ধরে ঝুলে থাকা লেনদেন পুরোপুরি মেটাতে আরও চার বছরের বেশি সময় লাগবে দেশটির। প্রস্তাবিত স্কিমটি শ্রীলঙ্কার অতি প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
২০২২ সালে প্রায় ৪৫০ কোটি ডলার ঋণ শোধ করতে হবে শ্রীলঙ্কাকে। গত নভেম্বরের শেষ পর্যন্ত দেশটির হাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে মাত্র ১৬০ কোটি ডলার। প্রতি বছর প্রায় ৩৪ কোটি কেজি চা উৎপাদন হয় শ্রীলঙ্কায়। ২০২০ সালে ২৬ কোটি ৫৫ লাখ কেজি চা রপ্তানি করে শ্রীলঙ্কার আয় হয়েছে ১২৪ কোটি ডলার।
কেএফ/