নতুন বছরে তোলপাড় করতে আসছে চন্দ্রগ্রহণ
চলতি বছরের আর মাত্র কয়েকটি দিন বাকি ৷ কিছু দিনের মধ্যে নতুন বছর ২০২২-এ প্রবেশ করতে যাচ্ছি আমরা ৷ নতুন বছরে কী হবে কেমন যাবে? সেই নিয়েই উৎসুক সবাই ৷ এর মধ্যে অন্যতম বিষয় হল গ্রহণ। এর ধার্মিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে ৷
২০২২ সালে মোট চারটি গ্রহণ আছে ২টি সূর্যগ্রহণ ও ২টি চন্দ্রগ্রহণ ৷
২০২২ সালের প্রথম চন্দ্রগ্রহণ হবে ১৬ মে ২০২২, সোমবারে ৷ বাংলাদেশ সময় সকাল ৭ ট ৩২ গ্রহণ শুরু হবে চলবে দুপুর ১২টা ৫০ পর্যন্ত ৷
এই গ্রহণ দক্ষিণ-পশ্চিম ইউরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া, দক্ষিণ আমেরিকা, প্যাসিফিক আফ্রিকা, উত্তর আমেরিকা, আন্টার্কটিকা-সহ ভারতের বেশ কিছু এলাকা থেকেই দেখতে পাওয়া যাবে ৷
দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে ৮ নভেম্বর মঙ্গলবার ৷ বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর ২টা ০২ মিনিটে-এ শুরু হবে চলবে সন্ধে ৭ টা ৫৭ মিনিট পর্যন্ত ৷
ভারত, অস্ট্রেলিয়া, উত্তর-পূর্ব ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা থেকে দেখতে পাওয়া যাবে ৷
টানা ৯ ঘণ্টা চলবে এই গ্রহণ এই সময়ে গর্ভবতীদের বিশেষ নিয়ম মেনে চসতে হবে ৷