লিবিয়ায় নৌকা ডুবে ১৬৪ অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি
লিবিয়ায় গত সপ্তাহে আলাদা নৌকাডুবির ঘটনায় মারা গেছেন ১৬৪ জন অভিবাসনপ্রত্যাশী।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) জাতিসংঘের অভিবাসন কর্মকর্তা এ তথ্য জানান।
জাতিসংঘের অভিবাসন কর্মকর্তা সাফা মাসেলি জানান, শুক্রবার ১০২ জন এবং শনিবার ৬২ জন প্রাণ হারান। উন্নত জীবনের আশায় ভুমধ্যসাগর হয়ে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিলেন অভিবাসনপ্রত্যাশীরা। এরপর শুক্রবার লিবিয়ার দিকে একটি যাত্রীবোঝাই কাঠের নৌকা ডুবে গেলে ১০২ জনের মৃত্যু হয়। ডুবে যাওয়া নৌকা থেকে ৮ জনকে জীবিত উদ্ধার সম্ভব হয়।
তিনি আরও বলেন, দ্বিতীয় ঘটনাটি ঘটে শনিবার। অবৈধ অভিবাসনপ্রত্যাশী বহন করা একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হলে এক পর্যায়ে ডুবে যায়। পরে লিবিয়ার উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থল থেকে তারা ৬২ জনের মরদেহ উদ্ধার করে। ওইদিন লিবিয়ায় আরও একটি অভিবাসনপ্রত্যাশীর নৌকা ডুবে যায়। সেখান থেকে ২১০ জনকে উদ্ধার করা হয়। তাদের কারও পরিচয় পাওয়া যায়নি।
সংবাদ সম্মেরনে জানানো হয়, চলতি বছর প্রায় ১ হাজার ৫০০ জন অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগরে ডুবে যায়।
জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে ইউরোপের প্রতিদিনই ইউরোপে প্রবেশের চেষ্টা চালায় অভিবাসনপ্রত্যাশীরা। সম্প্রতি এ ঘটনা যেন আরও বেড়েছে। অবৈধভাবে উত্তাল সাগর পাড়িয়ে দিতে গিয়ে প্রতিদিনই প্রাণহানির ঘটনা ঘটছে।
এসএন